• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ দেশে এখন বেকারের সংখ্যা ৩ শতাংশ: প্রধানমন্ত্রী ‘বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের কল্যাণে নজর দিন’ চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

রোনালদোর জোড়া গোলে জুভেন্টাসের জয়

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১  

ইতালিয়ান সিরি আ লিগে সোমবার পয়েন্ট টেবিলের তলানীর দিকের দল ক্রোটনের বিপক্ষে খেলতে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে সহজ জয় পেয়েছে তুরিনের ওল্ড লেডিরা। এই জয়ে তিন নম্বরে  উঠে এসেছে দলটি।

নিজেদের সবশেষ দুই ম্যাচে হারের মুখ দেখে মাঠ ছেড়েছিল জুভেন্টাস। এমতাবস্থায় ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে সোমবার রাতে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে জুভরা। শুরু থেকে বল দখলে এগিয়ে ছিল তারাই। তবে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগটি পায় ক্রোটন। সপ্তম মিনিটে সতীর্থের ক্রস ডি-বক্সে পেলেও শটটি লক্ষ্যে রাখতে পারেননি মিডফিল্ডার আর্কাদিউস রেকা।

দ্বাদশ মিনিটে গোলের উদ্দেশে প্রথম শট নেয় জুভেন্টাস। এবার ডি-বক্সে পাওয়া বল বাইরে মারেন সুইডিশ মিডফিল্ডার দেজান কুলুসেভস্কি। ২৯তম মিনিটে দারুণ এক সুযোগ পান রোনালদো। ডান দিক থেকে ফেডরিকো চিয়েসার নিচু ক্রস কাজে লাগাতে পারেননি এই পর্তুগিজ ফরোয়ার্ড।

৩৮তম মিনিটে আলেক্স সান্দ্রোর ক্রসকে গোলে পরিণত করেন রোনালদো। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তিনি। এবার প্রথমে ডি-বক্সের বাইরে থেকে রোনালদোর শট ঝাঁপিয়ে ফেরান ক্রোটন গোলরক্ষক। তারপর বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে র‍্যামজির ক্রসে বক্সের সামনে লাফিয়ে হেডে বল জালে পাঠান পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

পরের মিনিটেই হ্যাটট্রিক পূরণের সুবর্ণ সুযোগ আসে রোনালদোর সামনে। সতীর্থের পাস ডি-বক্সে ফাঁকায় পেলেও শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি। ৬৫তম মিনিটে রোনালদোর নেয়া শট পা দিয়ে ফেরান গোলরক্ষক। পরের মিনিটেই স্কোরলাইন ৩-০ করেন ম্যাককেনি। চলতি আসরে এটা তার চতুর্থ গোল।

শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস। ২২ ম্যাচে ১৩ জয় ও ছয় ড্রয়ে দলটির পয়েন্ট হলো ৪৫। ২৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে এসি মিলান দুইয়ে, ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ইন্টার মিলান।