• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

বরিশালে কমলো সবজির দাম , স্বস্তিতে ক্রেতারা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৪  

বরিশালে ১০ দিন আগের চেয়ে অর্ধেকে নেমেছে বেগুন-শসাসহ বেশকিছু সবজির দাম। কমেছে পিয়াজ এবং ডিমের দামও। গতকাল শুক্রবার ছুটির দিনে বেশিরভাগ খুচরা দোকানে বিক্রি হচ্ছে আগের চেয়ে অর্ধেক দরে। শুক্রবার সকালে বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে বেগুন বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকা কেজি দরে। এদিকে, যোগান বেড়েছে শসার। কেজিতে এখন গুণতে হবে ৩০ থেকে ৪০ টাকা।খুচরা ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বাজার গুলোতে কমে গেছে সব ধরনের সবজির মূল্য।

গত এক সপ্তাহের ব্যবধানে প্রকারভেদে কেজিপ্রতি সবজির মূল্য কমেছে ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত। বাজার মূল্য সহনীয় পর্যায়ে থাকায় স্বস্তি প্রকাশ করেছে ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, সবজির সরবরাহ বৃদ্ধি পাওয়াতে মূল্য কমেছে। খুচরা ব্যবসায়ীরা জানান, শুক্রবার রেখার দাম কমে কেজিপ্রতি ১৫ টাকায় বিক্রি হচ্ছে। বেগুন ২০-২৫ টাকায়, একইভাবে টমেটো বিক্রি হচ্ছে ৩০ টাকা, মিষ্টি কুমড়ো ২০ টাকা কেজি, ফুলকপি ২০-২৫ টাকা, বাঁধাকপি প্রতিপিস ১০-১২ টাকা, ধুন্দুল ২০ টাকা কেজি, করলা ৩৫ টাকা, শসা বিক্রি হচ্ছে ৩০ টাকা, ঢেঁড়স ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে কিছুটা কমেছে ব্রয়লার মুরগির দামও, এটি এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২১০ টাকা দরে। যা কিছুদিন আগেও ২২০ টাকা ছিল।

এছাড়া গতকাল মানভেদে দেশি পেঁয়াজ ৬০-৮০ টাকা, লাল ও সাদা আলু তিন কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় পেঁয়াজের দাম আবারও কমেছে ১০-২০ টাকা। পেঁয়াজের নিম্নমুখী দাম নিয়ে বিক্রেতারা বলেন, পেঁয়াজের দাম আরও কমে যাওয়ার সম্ভাবনা আছে।

এদিকে ডিমের হালি ২ টাকা কমে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সোনালী মুরগির দাম প্রতি কেজি এখন ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।একইভাবে কক মুরগিও প্রতি কেজি ৩২০ টাকায় বিক্রি হচ্ছে।পাইকারি বাজারে সবজির মূল্য কমে যাওয়ায় খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। বেশ কয়েকজন ক্রেতা জানান, রোজার প্রথম দিকেও সবজির মূল্য চড়া ছিল।

কিন্তু গত কয়েকদিন ধরে আবহাওয়া খারাপ থাকায় মাঠের সবজি পচনের আশংকায় তা বাজারজাত করছে কৃষকরা। ফলে সবজির আমদানি বৃদ্ধি পাওয়াতে মূল্য কমে গিয়েছে। তাই সবজির মূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং এর উপরে জোর দিয়েছেন ক্রেতারা।