• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

ভোলার দুই পৌরসভার নির্বাচনে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১  

ভোলা প্রতিনিধিঃ
তৃতীয়ধাপে ভোলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভায় উৎসব আমেজের মধ্যে দিয়ে  শেষ দিনে চলছে নির্বাচনী প্রচার-প্রচারণা। প্রচারনার শেষ দিনে মিছিল পথসভা আর গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে।  এলাকার উন্নয়নে তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।  শেষ মুহূর্তে বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। আগামী ৩০ জানুযারী এই দুই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই প্রতিটি মুহূর্ত কাজে লাগাতে প্রার্থীরা দিনরাত চষে বেড়াচ্ছেন নির্বাচনী এলাকা। ভোটাররা বলছে নির্বাচনী পরিবেশ ভোট পর্যন্ত সুষ্ঠ থাকলে তাদের পছন্দের প্রার্থী যে এলাকার উন্নয়ন করবে,বিপদে পাশে থাকবে তাকেই তারা বেছে নিতে পারবে।এদিকে দৌলতখানে পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ প্রার্থী বর্তমান মেয়র মোঃ জাকির হোসেন ও বিএনপি মনোনিত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন কাকন। এই পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৬ জন কাউন্সিলর প্রার্থী। নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী সবাই।

আওয়ামীলীগ সমর্থিত মেয়র জাকির হোসেন তালুকদার জানায়, পৌর সভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দৌলতখান পৌরবাসী তাকে আবার ভোট দিবে। এর মাধ্যমে এই পৌর সভার অসমাপ্ত কাজ সম্পূর্ন করে একটি রোাল মডেল পৌর সভা হিসাবে গড়ে তুলবো।

বোরহানউদ্দিন পৌরসভায় নির্বাচনে মেয়র পদে লড়াই হবে আওয়ামী লীগ প্রার্থী মোঃ রফিকুল ইসলাম, বিএনপি প্রার্থী মোঃ মনিরুজ্জামান কবির ও স্বতন্ত্র প্রার্থী আবদুস সালাম প্রদ্বিন্দিতা করছে। কিন্তু  নির্বানের মাঠে লড়াই হবে আওয়ামীলীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে।  এছাড়া ৯টি ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৩৮ জন কাউন্সিলর প্রার্থী। বোরহানউদ্দিন পৌরসভায় ভোটার রয়েছেন ১২ হাজার ৬৬৬ জন । বোরহানউদ্দিন পৌরসভার আওয়ামীলীগের মনোনিত মেয়র প্রার্থী মোঃ রফিকুল ইসলাম জানান, এখানে আওয়ামীলীগ বিএনপির প্রার্থী সহ অবস্থান করে প্রতিদ্বন্ধিতা করছেন।  তিনি টানা ২ বার বোরহানউদ্দিন পৌরসভার মেয়র থেকে এলাকায় দৃশ্যমান উন্নয়ন করেছেন। তিনি নির্বাচিত হতে পারলে আগামীতে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করবে।

এদিকে ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা মো: আলাউদ্দিন আল মামুন জানায়, নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠ ভাবে নেয়ার জন্য পর্যাপ্ত আইনশৃংখলা বাহিনী নিয়োজিত থাকবে বলে জানান পৌর নির্বাচনের রিটানিং অফিসার। এলাকাবাসী বলছে তারা সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে পৌর নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। তার জন্য প্রশাসনের কাছে শান্তিপূর্ন নির্বাচনের পরিবেশ যাতে থাকে এ প্রত্যাশা সাধারণ ভোটারদের।

ভোলা দুটি পৌর সভায় ৩য় ধাপের নির্বাচনে  ৫ জন মেয়র প্রার্থী ও ৭৪ জন কাউন্সিলার প্রার্থী নির্বাচনে অংশ গ্রহন করছে। নির্বাচন সুষ্ঠ শান্তিপূর্ণ করার জন্য ৪ স্তরে নিরাপত্ত ব্যবস্থা গ্রহন করা হতে পারে ।