• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

ভোলায় পুলিশের উদ্যোগে সচেতনতামূলক র‌্যালি ও মাস্ক বিতরণ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২১ মার্চ ২০২১  

ভোলা প্রতিনিধিঃ

কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায়  জনসচেতনতায় মাঠে নেমেছে ভোলা পুলিশ সুপার।

আজ রবিবার (২১ মার্চ) দুপুরে ভোলা জেলা পুলিশ সুপার এর কার্যলয় থেকে পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এর নেতৃত্বে “ মাস্ক পরার অভ্যেস, কোভিড মুক্ত বাংলাদেশ”- এই প্রতিপাদ্যকে সামনে  রেখে  একটি প্রচারণা র‌্যালি করেন। পরে  শহরের বিভিন্ন পয়েন্টে মাস্ক পরার বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির  পালন করা হয়। এসময় করোনায় সচেতনতায় লিফলেট বিতরন করা হয়। এদিকে একই সাথে  ভোলা  পুলিশের উদ্যাগে ৭ উপজেলায় একযোগে করোনা মোকাবেলায় সচেতনতায় বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মো: মহসিন আল ফারুক, লালমোহন সার্কেল মো: রাসেলুর রহমান, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এনায়েত হোসেন,ডিবিওসি শহিদুল ইসলামসহ পুলিশ সদস্যরা। সচেতনতা বৃদ্ধিতে শহরের বিভিন্ন সড়ক ও দোকানে গিয়ে করোনার প্রতিরোধে সচেতনামূলক পরামর্শ ও মাস্ক বিতরণ করা হয়।

র‌্যালি থেকে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় পুলিশের পক্ষ থেকে।

পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বলেন, মাস্ক পরা, হ্যান্ড স্যানিটাউজার ব্যবহার ও সামাজিক দূরত্ব মেনে চললে আমরা করোনা অনেকটা প্রতিরোধ করতে পারবো। প্রয়োজন ছাড়া কেউ বাহিরে না যাই সেই দিকে লক্ষ্য রাখতে হবে। মাস্ক ছাড়া কোন ব্যবসা প্রতিষ্ঠান বা সেবামূলক প্রতিষ্ঠানে সেবা না দেয়া, যাত্রীবাহী বাসে মাস্ক সারা না উঠার জন্য আহবান জানান তিনি। পরে শহরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ডে এক সচেতনতামূলক সভার আয়োজন হয়। সভায় জেলা পুলিশ সুপার সরকার মো. কায়সার প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন। বাস-মিনিবাস মালিক সমিতির সহ-সভাপতি  মো: রুহুল আমিন সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন বাস-মিনিবাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো: শফিকুল ইসলাম প্রমুখ।