• শনিবার ১১ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৮ ১৪৩১

  • || ০২ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
প্রতিটি মানুষকে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে সরকার কাজ করছে ড. ওয়াজেদ মিয়া অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন দ্রব্যমূল্য বেড়েছে, সীমিত আয়ের মানুষের কষ্ট হচ্ছে: প্রধানমন্ত্রী প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ গ্রামে দ্রুত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নির্দেশ প্রধানমন্ত্রীর আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর আমাকে সরিয়ে তারা কাকে আনবে? যে ২৫ জেলায় আজ স্কুল-কলেজ বন্ধ থাকবে যুক্তরাষ্ট্রকে আগে নিজের ঘর সামলাতে বললেন শেখ হাসিনা থাইল্যান্ডের সঙ্গে অংশীদারত্বের নতুন যুগের সূচনা হয়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড সহযোগিতার আশ্বাস দিয়েছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী ডিক্টেটর মিলিটারির পকেট থেকে বের হয়নি আওয়ামী লীগ

আবহাওয়া অনুকূলে, হাওরের কৃষকের মুখে হাসি

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৪  

হাওর-বাঁওড়ের জেলা সুনামগঞ্জ। এ অঞ্চলের একটিমাত্র বোরো ফসল ঘরে তুলতে পারলে বছরটা নিশ্চিন্তে চলে যায় কৃষক পরিবারের। তবে অন্যান্য বছরের মতো এবারও হাওরের ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় ছিলেন কৃষকরা। কিন্তু আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে সুনামগঞ্জের বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এতে হাসি ফুটেছে কৃষকদের মুখে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলার ১৩৭টি হাওরে বোরো ধানের আবাদ করেন ১০ লাখ কৃষক। সেই ধান বৈশাখের প্রথম দিন থেকে আংশিকভাবে কাটতে শুরু করেন কৃষকরা। পরে গত ১৯ এপ্রিল সুনামগঞ্জের হাওর দেখতে এসে কৃষকদের সঙ্গে নিয়ে ধান কাটা উৎসব যোগ দেন কৃষিমন্ত্রী আব্দুস শহীদ। এরপর থেকে শুরু হয় সুনামগঞ্জে পুরোদমে ধান কাটা।

সরেজমিন বিভিন্ন হাওরে দেখা যায়, হাওরগুলোতে চলছে বিরামহীনভাবে ধান কাটার কর্মযজ্ঞ। কেউ হাওর থেকে ধান গাড়িতে করে নিয়ে আসছেন। কেউ মাড়াই করছেন আবার কেউবা সেই ধান প্রখর রোদে শুকাচ্ছেন।

তবে অন্য বছরগুলোতে দেখা গেছে, এসময়ে সুনামগঞ্জে বৃষ্টিপাত হয়। চলতি বছর আবহাওয়া ভালো থাকায় নিশ্চিন্ত মনে স্বপ্নের সোনালি ধান কেটে ঘরে তুলতে পারছেন কৃষকরা।

কৃষক আব্দুল আওয়াল বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ধানের ফলন ভালো হয়েছে। সরকার ধানের দাম বাড়িয়েছে। আশা করি এবছর আমরা একটু লাভ করতে পারবো।

করচার হাওরের কৃষক মজনু মিয়া বলেন, ‘চলতি বছর হাওরে যে পরিমাণ ধান হয়েছে সেই ধান খাওয়ার জন্য রেখে প্রায় ৫০ মণ বিক্রি করতে পারবো। সত্যি খুব আনন্দ লাগছে।’

কিষাণী তাজবালা বেগম বলেন, এবছর ফলন ভালো হয়েছে। পাঁচ কেয়ার জমিতে প্রায় ৭৫ মণ ধান পাবো বলে আশা করছি। শুকানোর পর মেপে বোঝা যাবে কতটুকু ধান হলো। এ বছরের ফলনে আমি খুশি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এবার বোরো চাষাবাদ হয়েছে দুই লাখ ২৩ হাজার ৪০৭ হেক্টর জমিতে। উৎপাদন লক্ষ্যমাত্রা ১৩ লাখ ৭০ হাজার ২০২ মেট্রিক টন। যা থেকে ৯ লাখ ১৩ হাজার ৪৬৮ মেট্রিক টন চাল উৎপাদন হবে। যার বাজারমূল্য চার হাজার ১১০ কোটি টাকা।

সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল কুমার সোম বলেন, আবহাওয়া অনূকূলে থাকায় এবছর ধান উৎপাদনের লক্ষ্য মাত্রা পূরণ হবে। এরইমধ্যে জেলার ৬০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।