• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ

৮ ফুট উচ্চতা নিয়ে বিপাকে কুষ্টিয়ার সুবোল আলী

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩১ মে ২০২০  

৮ ফুট উচ্চতা নিয়ে বিপাকে পড়েছেন কুষ্টিয়ার সুবোল আলী। সুবোলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে। তার বয়স ২২ বছর। বাবার নাম ইউনুস আলী।

বেশি উচ্চতার কারণে সুবোল নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ব্রেন টিউমার ছাড়াও তার শরীরের বিভিন্ন অংশ ফোলা। এ কারণে ঠিকমত চলাফেরা করতে পারেন না। লাঠিতে ভর দিয়ে চলাচল করেন। ঘরে ঢুকতে ও বের হতেও তার সমস্যা।

সুবোলের বাবা জানান, ১৩ বছর পর্যন্ত সুবোলের উচ্চতা স্বাভাবিকভাবেই বাড়ছিল। এরপর থেকে সে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এখন তার উচ্চতা ৮ ফুট। শারীরিক সমস্যার কারণে ৫ম শ্রেণি পর্যন্ত পড়ার পর আর স্কুলে যাওয়া হয়নি।

তিনি বলেন, আমার ও আমার স্ত্রীর উচ্চতা স্বাভাবিক। আমার অন্য ছেলে মেয়েদের উচ্চাতাও ঠিক আছে।

ইউনুস আলী বলেন, ‘আমি কৃষি কাজ করি। টাকার অভাবে ছেলের ঠিকমতো চিকিৎসা করাতে পারি না।’ ছেলের উন্নত চিকিৎসায় সরকারকে সহায়তা করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

সুবোল জানান, তিনি লাঠি ভর দিয়ে ছাড়া বেশি সময় দাঁড়াতে পারেন না। চলাফেরা করেন লাঠিতে ভর দিয়ে। দিন দিন তার পা ফুলে যাচ্ছে। এছাড়া, শরীরের নানা স্থানে ফুলে যাচ্ছে।

সুবোলের পরিবার জানায়, বেশি লম্বা হতে শুরু করলে তাকে রাজশাহীসহ জেলা শহরে ডাক্তার দেখানো হয়েছে। হরমনের সমস্যার কারণে সুবোলের উচ্চতা দিন দিন বাড়ছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তবে অর্থাভাবে উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। করোনার এই পরিস্থিতিতে অর্থাভাবে এখন তার চিকিৎসা বন্ধ রয়েছে।

অন্যদিকে সুবোলের উচ্চতার কারণে তাকে দেখতে প্রতিদিন অনেক মানুষ ভিড় করে তার বাড়িতে। প্রতিবেশী ও গ্রামের মানুষও সুবোলের চিকিৎসার জন্য সহযোগিতা করেছেন এর আগে। তারাও সরকারের পক্ষ থেকে সুবোলের সুচিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান।

রিফায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল ইসলাম বাবু জানান, সে দীর্ঘ উচ্চতার মানুষ। তাকে চিকিৎসা করা প্রয়োজন। যা পরিবারের একার পক্ষে সম্ভব না। সমাজের বিত্তবানদের সুবোলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।