• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

সরকার নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন- শাওন

আলোকিত ভোলা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২০  

লালমোহন প্রতিনিধিঃ

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীদেরকে সম্মান দিয়েছেন। নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন ধরণের প্রশিক্ষণের মাধ্যমে পুরুষের পাশাপাশি নারীদের স্বাবলম্বী করতে শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছেন।

বৃহস্পতিবার দুপুরে লালমোহন উপজেলা প্রশাসন (মহিলা বিষয়ক শাখা) কর্তৃক আয়োজিত নারী উদ্যোক্তাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের বিশাল জনগোষ্ঠী একটি বোঝা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারিগরি শিক্ষাসহ টেকনিক্যাল প্রশিক্ষণের মাধ্যমে এ বোঝাকে মানব সম্পদে পরিণত করেছেন। নারীরা এখন গবাদিপশু পালনেও কাজ করছেন। একটি সংসারে স্বামী-স্ত্রী দু"জনে কাজ করলে ওই সংসারে আর অভাব থাকবে না। নারী-পুরুষ সকলকে বিভিন্নভাবে শিক্ষা অর্জন করতে হবে। তাহলেই দেশ এগিয়ে যাবে।

এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, এক সময় চরাঞ্চলে স্কুল ছিল না, বিদ্যুৎ ছিল না। অন্ধকারে ছিল চরাঞ্চলের মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসারপর দেশের বিচ্ছিন্ন চরে স্কুল করে চরে বসবাসকারী মানুষের ছেলে-মেয়েদের পড়া-লেখা করার ব্যবস্থা করেছেন। চরাঞ্চলেও বিদ্যুৎ পৌছে দেওয়ার দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চরের মানুষ এখন আর অন্ধকারে থাকতে হবে না। নারীদের সহজ শর্তে ঋণ দেয়া সহ সকল ধরণের সহযোগিতা করছে সরকার।

তিনি আরও বলেন, আমি যখন এখানে নির্বাচন করতে আসি তখন এখানে নারী নেতৃত্ব ছিল না। আমি নির্বাচিত হওয়ারপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় মহিলা লীগ ও যুব মহিলা লীগের কমিটি গঠন করে নারী নেতৃত্বকে সামনের দিকে এগিয়ে নিয়েছি। বর্তমানে ভোলা জেরার মধ্যে লালমোহন ও তজুমদ্দিন উপজেলা নারী নেতৃত্বে এগিয়ে রয়েছে।

লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি'র সভাপতিত্বে এসময় ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) রাসেলুর রহমান, ওসি মীর খায়রুল কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ নুরনবী, ইউপি চেয়ারম্যান হেদায়েতুল ইসলাম মিন্টু প্রমূখ উপস্থিত ছিলেন।