• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৫ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

পিপিই নিয়ে ডা. আবু তাহেরের মিথ্যাচার ও বাস্তবতা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

 


করোনাভাইরাস ও কোনও ফ্লুতে আক্রান্ত রোগীর চিকিৎসায় জড়িত না থাকলেও অপ্রয়োজনে মাস্ক, পিপিই অন্যান্য চিকিৎসা সামগ্রীর ব্যবহার নিয়ে অযৌক্তিক মিথ্যাচার করেছেন নোয়াখালী জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আবু তাহের। সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং করোনা চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের মনোবল ভেঙে দিতে একটি মহলের প্ররোচনায় পড়ে ডা. আবু তাহের এমন মিথ্যাচার করেছেন বলে জানা গেছে।

অনুসন্ধানে জানা গেছে, ডা. আবু তাহের ২০১৯ সালের ১১ ডিসেম্বর মেডিকেল অফিসার হিসেবে নোয়াখালী জেনারেল হাসপাতালে যোগদান করেন। তিনি হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগে কর্মরত। ডাক্তার আবু তাহের করোনা রোগীর চিকিৎসা দেওয়া বা ফ্লু কর্নারে কাজ করেন না। তিনি শুধু সাধারণ রোগীর অপারেশন থিয়েটারে কাজ করেন।

এক্ষেত্রে তার এন-৯৫ মাস্ক বা পিপিই প্রয়োজন নেই, তবে সার্জিক্যাল মাস্ক ব্যবহার করলেই তিনি করোনা বা অন্যান্য ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে নিরাপদ রাখতে পারবেন। তাই করোনা চিকিৎসায় সরাসরি জড়িত না থাকলেও মাস্ক, পিপিই নিয়ে তার নেতিবাচক মন্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে তিনি করেছেন বলে জানা গেছে।

ডা. আবু তাহেরের অতিরঞ্জিত ও অযৌক্তিক ফেসবুক স্ট্যাটাসের পর নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ ফরিদ উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য সচিবের বক্তব্যের সমালোচনা করায় উক্ত চিকিৎসককে কারণ দর্শানোর নোটিশ দেন।

নোটিশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ এর পরিপন্থী এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) বিধি লঙ্ঘন করে অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ করেছেন ডা. আবু তাহের।

এদিকে নোয়াখালী সিভিল সার্জন এবং হাসপাতাল সূত্রে জানা গেছে, ডা. আবু তাহের কোন মহল দ্বারা প্ররোচিত হয়ে করোনায় চিকিৎসা সামগ্রীর সংকট নিয়ে মিথ্যাচার করেছেন। সরকার ও চিকিৎসা ব্যবস্থা নিয়ে গুজব ছড়িয়েছে। বাস্তবতা হলো, কর্তৃপক্ষ এখন পর্যন্ত ২৫০০ পিপিই পেয়েছে এবং প্রয়োজনীয়তার ভিত্তিতে ১৩০০ পিপিই ইতোমধ্যে বিতরণ করা হয়েছে। বর্তমানে হাসপাতালটির স্টোরে পর্যাপ্ত পরিমাণ পিপিইসহ যাবতীয় সুরক্ষা সামগ্রী মজুদ রয়েছে।

করোনাভাইরাস মোকাবিলায় সরকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। আর এই সময় ডা. আবু তাহের শুধু মনগড়া এই স্ট্যাটাস দিয়ে চিকিৎসক সমাজ তথা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করছেন, যা একজন দায়িত্বশীল পেশার মানুষের কাছ থেকে কোনভাবেই কাম্য নই। চিকিৎসক হিসেবে তার এ ধরনের মিথ্যাচারে চিকিৎসা ব্যবস্থায় মানুষের আস্থার ঘাটতি হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন অনেকে।