• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
চীন সফরে যাওয়ার আগে জুলাইয়ে ভারত সফর করবেন প্রধানমন্ত্রী ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী হিট অ্যালার্টের মেয়াদ বাড়লো আরও ৩ দিন সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর: শেখ হাসিনা কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষাবিধি নিশ্চিতে কাজ করতে হবে বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে সহযোগিতা বাড়ানোর সুযোগ রয়েছে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করতে হবে: নেতাকর্মীদের প্রধানমন্ত্রী যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি

বাংলাদেশে হচ্ছে এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম

আলোকিত ভোলা

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২০  

বিশাল এক নৌকার আদলে দেশের মাটিতে তৈরি হচ্ছে এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল স্টেডিয়াম। রাজধানীর পূর্বাঞ্চলে সেক্টর ১-এ ৩৭.৫ একর জায়গার উপর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অর্থায়নে তৈরি হচ্ছে এ স্টেডিয়াম। যেন নৌকার পেটের মধ্যে রয়েছে আস্ত একটা সবুজ ক্রিকেট মাঠ। কিন্তু সে নৌকা জলে ভাসবে না। শহরের মাঝে এক জায়গাতেই স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে। ২০১৮ সালে কাজ শুরু হওয়া এই স্টেডিয়ামের কাজ ২০২২ সালে শেষ হওয়ার কথা।  

 

মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মিরপুর শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা উড়াচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

ক্রিকেট ভক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মান জানাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই স্টেডিয়ামের নাম রেখেছে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম।

 

শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নকশা

শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নকশা

স্টেডিয়ামটি তৈরি করতে আনুমানিক খরচ হবে ১৪০ মিলিয়ন ডলার। কাজ সম্পূর্ণ হওয়ার পর শেখ হাসিনা আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সটি হবে আসন ক্ষমতার দিক থেকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম এবং সর্বাধিক ব্যয়বহুল ক্রিকেট স্টেডিয়াম। প্রথমে ৫০ হাজারেরও বেশি দর্শক ধারণ ক্ষমতার এ স্টেডিয়ামে ধাপে ধাপে ধারণ ক্ষমতা বাড়িয়ে এক লাখ পর্যন্ত করা হবে।

 

শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক পাশ

শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের এক পাশ

স্টেডিয়ামটিতে থাকবে একটি পাঁচ তারকা হোটেল, সুইমিং পুল, জিম, প্যাভিলিয়ন এবং মিডিয়া সেন্টার, যার আনুমানিক খরচ ধরা হয়েছে ৬০ কোটি টাকা। তিনতলা বিশিষ্ট দর্শক বসার জায়গা তৈরি করা হবে প্রায় ১১০০ কোটি টাকা ব্যয়ে। ৩৭ কোটি টাকা ব্যয়ে একটি আউটার স্টেডিয়ামও নির্মাণ করা হবে। এখানে একটি ক্রিকেট একাডেমি থাকবে। 

 

উপর থেকে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নকশা

উপর থেকে শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের নকশা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দফতরও এই স্টেডিয়াম স্থান্তরিত করা হবে। ২০২১ সাল থেকে বিপিএলের দল ঢাকা ডায়নামাইটের ঘরের মাঠ হবে এটি। এতদিন এই দলের ঘরের মাঠ ছিল শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। 

 

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম

বাংলাদেশের সবচেয়ে বড় স্টেডিয়াম হলো ৩৬ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

 

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম

বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়াম। এই স্টেডিয়ামে এক লাখেরও বেশি দর্শক খেলা দেখতে পারেন। আর মাঠের আকার দৈর্ঘ্যে ১৭১ মিটার এবং প্রস্থে ১৪৬ মিটার। 

 

বিশ্বের দ্বিতীয় বড় ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স

বিশ্বের দ্বিতীয় বড় ক্রিকেট স্টেডিয়াম ইডেন গার্ডেন্স

মেলবোর্নের পরেই কলকাতার ইডেন গার্ডেন্স স্টেডিয়ামের অবস্থান। এর ধারণ ক্ষমতা ৬৮ হাজার। ইডেন গার্ডেন্স বিশ্বের দ্বিতীয় এবং এখন পর্যন্ত ভারতের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।

 

গুজরাটের মোতেরা স্টেডিয়াম

গুজরাটের মোতেরা স্টেডিয়াম

তবে খুব শিগগিরই মেলবোর্ন এবং ইডেন গার্ডেন্সকে নীচে নামিয়ে দিতে চলেছে গুজরাটের আমদাবাদে তৈরি হওয়া সর্দার পটেল স্টেডিয়াম। আগে ৫৪ হাজার লোক ধরত এই স্টেডিয়ামে। ২০১৭ সাল থেকে এর সম্প্রসারণ এবং আধুনিকরণের কাজ শুরু হয়েছে। ২০২০ সালের মধ্যেই তা শেষ হওয়ার কথা। গুজরাটের মোতেরায় তৈরি হওয়ার জন্য একে মোতেরা স্টেডিয়ামও বলা হয়ে থাকে।  মোতেরা স্টেডিয়ামে একসঙ্গে এক লাখ ১০ হাজার মানুষ বসে খেলা দেখতে পারবেন। এই স্টেডিয়ামটি সম্প্রসারণের জন্য আনুমানিক খরচ হবে ৭০০ কোটি ভারতীয় রুপি।