• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সাকিবকে ছাড়াই অনুশীলনে বরিশাল

আলোকিত ভোলা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২  

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়াবে আগামী ২১ জানুয়ারি। ৬ দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে অনুশীলন শুরু হয়েছে আজ। 

রোববার মিরপুর একাডেমি মাঠে হেড কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে আজ সকাল থেকেই অনুশীলন শুরু করছে ফরচুন বরিশাল। কিন্তু সেখানে ছিলেন না সাকিব।

দলীয় সূত্রে জানা গেছে, সোমবার থেকে অনুশীলনে যোগ দেবেন তিনি।

দলের প্রথম অনুশীলনে সাকিব না এলেও এ বিশ্বতারকার সঙ্গে বোঝাপড়া নিয়ে কোনো চিন্তা নেই বরিশালের কোচ সুজনের। তার মতে, সাকিবের মতো ক্রিকেটার দলে থাকলে সেই দলের সঙ্গে কাজ করাটাও সহজ। 

এক ভিডিওবার্তায় সুজন বলেন, যেই দলে সাকিব আল হাসান আছে, সেই দলে কাজ করা তো সবসময়ই সহজ হয়। আমি আর সাকিব ঢাকার (ঢাকা ডায়নামাইটস) হয়ে চার বছর কাজ করেছি। তো আমার আর সাকিবের রসায়ন সবসময়ই ভালো।

এছাড়া নিজ দলের ভারসাম্য নিয়েও সন্তুষ্ট সুজন। তিনি বলেন, আমাদের দলটা যদি দেখেন খুবই ভারসাম্যপূর্ণ একটা দল। টি-২০ ফরম্যাটের জন্য ঠিক যেমন হওয়া উচিত।

তিনি আরো বলেন, সত্যি বলতে টি-২০ ফরম্যাট এমন একটা খেলা, নির্দিষ্ট দিনে যারা ভালো খেলতে পারবে তারাই জিতবে। তবে আমি আশাবাদী ইনশাআল্লাহ।

আজ শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে অনুশীলন করেছে বরিশাল। তাদের বিদেশি ক্রিকেটাররা আসবেন সোমবার থেকে। আগামীকাল বিকেলে ঢাকায় পৌঁছাবেন ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও রাতে আসবেন ইংল্যান্ডের জ্যাক লিন্টট।