• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলায় আশ্রয়নপ্রল্পের পরিবারের খোঁজ খবর নিলেন জেলা প্রশাসক

আলোকিত ভোলা

প্রকাশিত: ১ আগস্ট ২০২১  

ভোলা প্রতিনিধিঃ করোনা মহামারীতে কর্মহীন দরিদ্র ক্ষতিগ্রস্ত  হয়ে পড়া  প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ভূমিহীন পরিবারের খোঁজ খবর নিলেন জেলা প্রশাসক তৌফিক- ই-লাহী চৌধুরী।

শনিবার (৩১ জুলাই) দুপুরে ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নে সামানদার এলাকায় নির্মিত ঘরে থাকা মানুষের সাথে কুশল বিনিময় করেন। একই সাথে তাদের নানান সমস্যার কথা শুনেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া উপহারের পাকা ঘরে ঘরে গিয়ে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ২০ পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করেন জেলা প্রশাসক তৌফিক- ই-লাহী চৌধুরী। এসময় ঘরে থাকা পরিবারের মাঝে চাল,ডাল,আলু সাবান,মাস্ক ও শুকনো খাবার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারে উপ পরিচালক মামুন আল ফারুক, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান,  ভোলা সদর উপজেলার  সহকারী কমিশনার ভূমি কমিশনার মো: আবু আব্দুল্লাহ খান,কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম নকীব প্রমুখ।

এসময় ভোলা জেলা প্রশাসক তৌফিক- ই-লাহী চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  ভূমিহীন কথা চিন্তা করে ঘর দিয়েছেন। সেই ঘরে থাকা মানুষগুলো কেমন আছেন তার খোঁজ খবরনিতেই আসলাম আমরা। প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কোনো মানুষ যাতে খাবারের কষ্ট না পায়, এজন্য জেলা প্রশাসন প্রস্তুত আছে। করোনা পরিস্থিতি দিনদিন  বেড়েই চলছে। তাই করোনা সংক্রমণ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং পরিবারকে মুক্ত রাখতে স্বাস্থ্যবিধি মেনে সকলকে মাস্ক পরা কথা বলেন।

এছাড়াও তিনি কাচিয়া ইউনিয়নের প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়নপ্রল্পের ঘরে থাকা মানুষের জীবন মানের খোঁজ খবর নেন। তাদের সাথে কুশল বিনিময় করেন। এই ইউনিয়নের সকল ঘরের নিমার্ণের জন্য ইউজেলা প্রশাসন ও ইউনিয়ন চেয়ারম্যান কে ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরো বলেন, এই ঘর রক্ষা করতে হবে। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে গরীব, অসহায় এবং দুস্থদের মাঝে  আমরা নিয়মিত খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছি। দেশে করোনা মহামারির শুরু থেকে প্রধানমন্ত্রীর দেয়া বিভিন্ন সুরক্ষা সামগ্রীসহ নগদ অর্থ ও খাদ্য সহায়তা  মানুষের মাঝে পৌছে দিচ্ছি। এসময় তিনি সমাজের  সমাজের বিত্তবানরা সমাজের অসহায়দের পাশে এগিয়ে আসে তাহলে কিছুটা হলেও গরীদের দুঃখ-কষ্ট লাঘব হবে বলে জানান।

ঘর পাওয়া  ভূমিহীন আকলিমা বেগম বলেন, নদীতে আমাগো ঘর বাড়ী সব লোয়া গেছে। বেঁড়ী পাড়ে কোন রকম আশ্রয় নিয়া চিলাম। অনেক কষ্টে ছিলাম। আমাদের কথা কেউ ভাবেন নায়। কিন্তু প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর পেয়ে আমরা অনেক খুশী। এখন তিনি আবার আমাদের জন্য  খাদ্য সহায়তা প্রদান করছেন। আমরা হগলে মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রইগা দোয়া করি।আমরা অত্যন্ত খুশি হয়েছি।