• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

চাকরি ছুটছে শুভর পিছু, আয় করেছেন ২ লাখ ২২ হাজার

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ মে ২০২১  

পড়াশোনা শেষে চাকরির পেছনেই ছুটতেই হয় সবার। এক্ষেত্রে ব্যতিক্রম শাকিল আহমেদ শুভ। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘গ্রামীণ কৃষি বিভাগ’ থেকে স্নাতক শেষ করেছেন। করোনা পরিস্থিতির কারণে গ্রামের বাড়ি টাঙ্গাইলে দেলদুয়ার উপজেলার গোমজানিতে অবস্থান করছেন। তাই বাড়িতে বসে না থেকে কৃষি কাজে জড়িয়ে পড়েছেন। পাশাপাশি ১২ জন কৃষক এবং তরুণ উদ্যোক্তাদের হাতে কলমে প্রশিক্ষণও দিয়েছেন। 

ভেবেছেন স্নাতকের থিসিস তত্ত্বাবধায়ক কৃষিবিজ্ঞানী অধ্যাপক ড. গাজী মোহাম্মদ মহসিনের তত্ত্বাবধানে সবজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিছু করা যায় কি-না। যেই ভাবা সেই কাজ, ইন্টারনেট, ইউটিউবে সার্চ করে জেনেছেন বাণিজ্যিকভাবে কি চাষ করা যায়। ইউটিউবে পেলেন ‘কৃষি সমাচার চ্যানেলের ভিডিও’। এখান থেকেই স্কোয়াশ চাষের ধারণা পেয়েছেন, জানালেন বাবাকে। তিনিও রাজি হলেন, ছেলেকে সহযোগিতার আশ্বাস দিলেন।  

 

সজবি পরিচর্যার কাজও সময়মতো করেছেন শাকিল

সজবি পরিচর্যার কাজও সময়মতো করেছেন শাকিল

তার সাফল্যের গল্পগুলো এরকম। কম পরিশ্রমে অধিক ফলনের আশায় ভারত থেকে আনা ‘মালচিং ফ্লিম’ দিয়ে চাষাবাদ করেন। রোপন করেছেন স্কোয়াশের ২ হাজার ২০০ গাছ। বিক্রি করেছেন ১ লাখ ৫ হাজার। ৩৫ হাজার টাকা খরচে স্কোয়াশ চাষে লাভ হয়েছে ৭০ হাজার।
এরপর আর পিছু তাকাতে হয়নি, নতুন প্রজেক্ট শুরু করেছেন। সেই প্রজেক্টে যোগ হয়েছে শসা, ব্ল্যাকবেরি তরমুজ ও বাঙ্গি। খরচ করেছেন ৩০ হাজার টাকা। শসা বিক্রিতে আয় হয়েছে ৭২ হাজার টাকা, বাঙ্গিতে ১৫ হাজার টাকা, ব্ল্যাকবেরি তরমুজে ৬০ হাজার টাকা, লালশাক আর ডাঁটাশাকে ৩ হাজার টাকা এবং করলা ও ধুন্দুলে আয় হয়েছে ২ হাজার ৫০০ টাকা। সব মিলিয়ে আয় হয়েছে ২ লাখ ২২ হাজার। 

শাকিল আহমেদ শুভ জানান, ‘উইনডো মাচাং’ পদ্ধতিতে চাষাবাদ করতে গিয়ে নতুন অভিজ্ঞতা হয়েছে। অনেকের সমালোচনার মুখেও পড়েছি। সবার কাছেই আধুনিক পদ্ধতিতে চাষাবাদ নতুন ধারণা। স্নাতক শেষে কৃষিকাজে জড়িয়ে পড়ায় অনেকেই ‘পাগল’ বলেছিল। এরপরও থেমে যায়নি। পরিবারের সমর্থন ছিলো বলেই আজ আমি সফল। আর সমালোচকরা চাষাবাদ দেখে হতবাক। এখন তারা নিজেরাও আগ্রহী হয়েছে। 

 

শসা বিক্রিতে আয় হয়েছে ৭২ হাজার টাকা

শসা বিক্রিতে আয় হয়েছে ৭২ হাজার টাকা

শুভ আরো বলেন, গ্রামীণ কৃষি নিয়ে বড় পরিসরে কাজ করার ইচ্ছে আমার। তিন-চারজন বন্ধু মিলে কাজ করতে চাই। এরই মধ্যে ‘অর্কিড এগ্রো’ নামে একটি প্রতিষ্ঠান চালু করেছি। কিভাবে কম খরচে অধিক ফসল উৎপাদন করা যায় তা নিয়ে কাজ করার পাশাপাশি পণ্য সরাসরি ভোক্তাদের কাছে কিভাবে পৌঁছে দেয়া যায় সেটা নিয়েও কাজ করব। বিশ্ববিদ্যালয় বন্ধের এই পুরো সময়টা কাজে লাগানোর জন্য বাবার প্রচেষ্টায় পুকুর কিনেছি বিলের মাঝে। যেখানে সমন্বিত খামার ব্যবস্থাপনার জন্য মাছ হাস এবং ধান চাষের পরিকল্পনা হাতে নিয়েছি। 

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি বিভাগের অধ্যাপক একেএম সাঈদুল হক চৌধুরী বলেন, শাকিলের গ্রামে গিয়ে নিজের অর্জিত শিক্ষা থেকে নতুন কিছু করেছে বিষয়টি আমার কাছে বেশ ভালো লেগেছে। কৃষি বাংলাদেশের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহের উৎস। এভাবে কৃষির সঙ্গে তরুণ কৃষিবিদরা মাঠপর্যায়ে গেলে গ্রামীণ কৃষিতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মোহাম্মদ মহসীন বলেন, শাকিল আমার সঙ্গে থিসিসের কাজ করেছে। জেনেছে কিভাবে স্বল্প সময়ে বিভিন্ন জাতের সবজি উৎপাদন করা যায়। করোনাকালে সে বসে না থেকে গ্রামে নতুন কিছু করেছে। সে আর্থিকভাবে লাভবান হয়েছে। তার সাফল্য দেখে স্থানীয় কৃষকরাও উদ্বুদ্ধ হচ্ছে।