• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভূমি অপরাধ দমন আইন হচ্ছে: সংসদে ভূমিমন্ত্রী

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১  

ভূমিমন্ত্রী সাইফুজ্জমান চৌধুরী বলেছেন, ব্যক্তিগত জমি দখলমুক্ত রাখার প্রত্যেক নাগরিকের নিজ নিজ দায়িত্ব। তবে সময়োপযোগিতা ও জনগণের চাহিদা বিবেচনায় ভূমি মন্ত্রণালয় ‘ভূমি ব্যবহার আইন’ এবং ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও দমন আইন’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। ওই আইনে জনগণের ভূমি রক্ষার বিষয়গুলো সমন্বয় করার চেষ্টা করা হবে।

রোববার (২৮ নভেম্বর) সরকারি দলের সংসদ সদস্য হাবিবর রহমানের প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী এসব কথা বলেন।

হাবিবর রহমান তার প্রশ্নে প্রবাসীদের জমিজমা ও বাড়িঘর নিরাপদ এবং দখলমুক্ত রাখতে ভূমি মন্ত্রণালয় থেকে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

এদিন একেএম রহমতুল্লাহর প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ুমন্ত্রী শাহাব উদ্দিন জানান, সামাজিক বনায়নের আওতায় সারাদেশে এক লাখ ৫১১ দশমিক ৭৮ হেক্টর উডলট ও ব্লক বাগান এবং ৭৪ হাজার ৭৬৫ দশমিক ৩৭ কি.মি স্ট্রিপ বাগান সৃষ্টি করা হয়েছে। ওই বনায়ন থেকে গত ২০১৯-২০ অর্থ বছর পর্যন্ত দুই লাখ ৫ হাজার ৬৩ জন উপকারভোগীকে ৩৯৯ কোটি ৭৮ লাখ ৪৪ হাজার ৬৯৫ কোটি লভ্যাংশ হিসেবে প্রদান করা হয়েছে। ওই কর্মসূচিতে সাত লাখ ১১ জন ৫৫৮ জন উপকারভোগী সম্পৃক্ত হয়েছেন।