• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

আনন্দ স্কুলে নিয়োগের নামে প্রতারণা, সতর্ক করলো সংসদীয় কমিটি

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ আগস্ট ২০২২  

আট থেকে চৌদ্দ বছরের যেসব শিশু বিদ্যালয়ে যাওয়ার সুযোগ পায়নি বা প্রাথমিক শিক্ষা শেষ করতে পারেনি তাদের জন্য প্রতিষ্ঠা করা হয় ‘আনন্দ স্কুল’ বা রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্প। এই আনন্দ স্কুল নিয়ে প্রতারণা শুরু করেছে একটি চক্র। এসব স্কুলে চাকরি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে চক্রটি। এ বিষয়ে সতর্ক থাকতে এবং জনগণকে সচেতন করতে বলেছে সংসদীয় কমিটি।

বুধবার (৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে অনির্ধারিত আলোচনা হয়।

বৈঠকে সংসদীয় কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান নিজেই বিষয়টি উত্থাপন করেন। তিনি বলেন, একটি চক্র আনন্দ স্কুলের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিচ্ছে। এরপর চাকরিপ্রার্থীদের কাছ থেকে কৌশলে অর্থ আদায় করছে। পুলিশ ভেরিফিকেশন ও চাকরি নিশ্চিত করতে তাদের কাছ থেকে অর্থ নেওয়া হচ্ছে। এ বিষয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান তিনি।

কমিটি সূত্র জানায়, আনন্দ স্কুলের নিয়োগ কার্যক্রম নিয়ে যেসব ভিত্তিহীন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ফিজিবিলিটি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। এছাড়া পার্বত্য এলাকায় ইউএনডিপি-সিএইচটিডিএফ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তালিকা পুনরায় যাচাই করে শিগগির শিক্ষকদের গেজেট প্রকাশ করে বেতন-ভাতা প্রদান কার্যক্রম চালু রাখার তাগিদ দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম ও ফেরদৌসী ইসলাম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।