• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বুলেটবাবুর চাওয়াই ছিল ১০ লাখ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১  

বুলেট বাবু বলছি! টাকা লাগবে দশ লাখ। না দিলে প্রাণনাশের হুমকি। ফোন করে এভাবেই চাঁদা দাবি কথিত সন্ত্রাসীর। তদন্তে গিয়ে পুলিশ জানতে পারে বুলেট বাবুর আসল নাম ইয়াছিন বাবু।

পেশায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইপি কলের মাধ্যমে টার্গেট ব্যক্তির চালককে সঙ্গে নিয়ে টাকা কামানোর উদ্দেশ্যেই নিজেকে সন্ত্রাসী পরিচয় দিত সে। চালকসহ কথিত বুলেট বাবু এখন গোয়েন্দা হেফাজতে।

একটি গ্রুপ অব কোম্পানিতে চাকরি করেন ইউসুফ শাহরিয়ার। ১৬ নভেম্বর রাতে বুলেট বাবু পরিচয়ে একজন ফোন দিয়ে তাকে জানান, তার জীবন হুমকির সম্মুখীন। ৫ লাখ টাকায় তাকে খুন করার চুক্তি হয়েছে। তবে এর চেয়ে বেশি টাকা দিলে এ যাত্রায় প্রাণ ভিক্ষা পেতে পারেন।

ভুক্তভোগী ইউসুফ শাহরিয়ার জানান, সে আমাকে ফোনে জানায় আমাকে মারার জন্য ৫ লাখ টাকা অগ্রিম পেয়েছে এবং পরে আরও ৫ লাখ পাবে। যদি এরচেয়ে  আরও বেশি টাকা আমি তাকে দেই তাহলে সে আমাকে মারবে না। এমন কথা বলে।

টাকা না দিয়ে শাহরিয়ার মামলা করেন বাড্ডা থানায়। ক্ষুদে বার্তায় বুলেট জানায় তার নেটওয়ার্কের বাইরে গিয়ে বাঁচা সম্ভব নয়। এমনকি শাহরিয়ার কখন কোথায় কার সঙ্গে যোগাযোগ করছে সবকিছুই এসএমএসের মাধ্যমে জানাতে থাকে।

পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় শনাক্ত করে বুলেটের অবস্থান। গ্রেপ্তার করা হয় তাকে। সঙ্গে শফিকুল ইসলাম নামের আরেকজনকে। জানা যায়, শফিকুল ভুক্তভোগী ইউসুফ শাহরিয়ারের গাড়ির চালক। মালিক সম্পর্কে সব তথ্যের যোগান দাতা হিসেবে কাজ করতো চালক।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপকমিশনার মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, সন্ত্রাসী পরিচয় দেওয়া বুলেট বাবুর আসল নাম ইয়াসিন বাবু। নামের আগে বুলেট জুড়ে দিয়ে নিজেকে ভাড়াটে কিলার হিসেবে পরিচয় দিতো সে। তিনি বলেন, তাকে গ্রেপ্তারের পর তার মোবাইল ফোনের ডিভাইস থেকে সকল তথ্য আমরা সংগ্রহ করেছি। বুলেট বাবু জানায় এক সময় ওই চালকের সঙ্গেই থাকত সে। সেই সূত্র ধরে তারা এ কাজ করে আসছে।

বিদেশে পালিয়ে থাকা তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে চাঁদাবাজির ঘটনা নতুন নয়। পুলিশের দাবি এখন আর শীর্ষ সন্ত্রাসীদের কোনো অস্তিত্ব নেই। তবে তাদের পরিচয়ে ভয়-ভীতি দেখিয়ে অর্থ আত্মসাতের নতুন ধান্দায় নেমেছে এক শ্রেণির প্রতারকরা।