• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

পদ্মাসেতুর সবশেষ স্প্যানও প্রস্তুত

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

পদ্মাসেতুর সর্বশেষ ৪১তম স্প্যানের কাজ সোমবার (২৩ নভেম্বর) সম্পন্ন হয়েছে। ‘২এফ’ নামের সর্বশেষ ৪১তম স্প্যানটি মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে রংসহ সকল কাজ শেষ হয়েছে। এটি এখন খুঁটির উপর স্থাপন উপযোগী। তাই জেটির কাছে নিয়ে আসা হয়েছে। সেতুর গুরুত্বপূর্ণ এই স্প্যানের কাজ সম্পন্ন হওয়ায় প্রকল্প এলাকায় উৎসব আমেজ বিরাজ করছে। করোনার কারণে চীনে শেষ দুই স্প্যান আটকে যায়। অবশেষে চীনের পরিস্থিতি উন্নতি হওয়ায় স্প্যান তৈরী সম্পন্ন করে সমুদ্রপথে মাওয়ায় আনা হয়। এরপর শুরু হয় ফিটিংয়ের কাজ। ওয়েল্ডিং, ঘষা-মাজার পর কালার সপে নেয়া হয়।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের সময় সংবাদকে বলেন, এটি কত যে ভাল লাগার ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। সবচেয়ে কঠিন কাজগুলোই সম্পন্ন হওয়ার তৃপ্তিই আলাদা। তাই প্রকল্প সংশ্লিষ্টদের মাঝে বিশেষ আনন্দ। সেতুর বড় একটি ধাপ অতিক্রম করলো। চূড়ান্ত রং করার পর সোমবার বিকালে সবশেষ স্প্যানটিও জেটিতে নিয়ে আসা হয়।'

বিজয় দিবসের আগেই মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর এই ৪১তম স্প্যানটি বসার কথা রয়েছে। এছাড়া চলতি নবেম্বরের শেষের দিকে ১০ ও ১১ নম্বর খুঁটিতে ৩৯তম স্প্যান (স্প্যান ২ডি) ও ২ ডিসেম্বর ১১ ও ১২ নম্বর খুঁটিতে ৪০তম স্প্যান (স্প্যান ২ই) বসার স্থাপনের কর্মসূচি নেয়া হয়েছে। ইতোমধ্যে সেতুর ৪১টি স্প্যানের মধ্যে ৩৮টি স্প্যান বসে ৫৭০০ মিটার দৃশ্যমান হয়েছে। ৬১৫০ মিটার দীর্ঘ এই সেতুর এখন আর মাত্র ৪৫০ মিটার দৃশ্যমান হওয়ার বাকী। স্প্যান বসানোর পাশাপাশি সেতুর অন্যান্য কাজও দ্রুত এগিয়ে চলছে।

৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট ৪২টি খুঁটি নির্মাণ করা হয়েছে। এর উপর ৪১টি স্প্যান বসবে। এর মধ্যে জাজিরা প্রান্তের ২০টি স্প্যান বসানো হয়ে গেছে। আর মাওয়া প্রান্তে ১৬টি স্প্যান বসানো হয়েছে। আর একটি স্প্যান বসেছে জাজিরা ও মাওয়া প্রান্তের মাঝামাঝি। আর স্প্যান বসানো বাকী আছে ৩টি। ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়।  

দেওয়ান মো. আব্দুল কাদের জানান, পদ্মাসেতুর সবশেষ স্প্যান ‘২এফ’ প্রস্তুত এখন। এটি খুঁটিতে উঠানোর উপযোগী করে মাওয়ার কুমারভোগ ইয়ার্ডে জেটির কাছে রাখা হয়েছে। চলতি মাসেই একটি এবং আগামী মধ্য ডিসেম্বরেই আগেই বাকী স্প্যান দুটি স্থাপন হলে সেতু পুরোপুরি দৃশ্যমান হবে।

স্থানীয় সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন, 'এটি বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে একটি বড় অর্জন। শত প্রতিকূলতা সত্তেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসিকতায় স্বপ্ন আজ বাস্তবায়ন সময়ের সময়ের ব্যাপার মাত্র। আর এটি খুলে দেয়া হলে দক্ষিণাঞ্চলে মানুষের ভাগ বদলে যাবে। দেশের অর্থনীতির চাকা বেগবান হবে। যা দেশের জন্য এক যুগান্তকারী অধ্যায় রচিত হবে। বিশ্ব ব্যাংকের সাথে চ্যালেঞ্জ দিয়ে নিজস্ব অর্থায়নে সেতু বাস্তবায়ন করার ঘটনায় বাঙালি জাতি আজ বিশেষ এক মর্যাদায় স্থান করে নিয়েছে।'