উন্নয়নে অপর দেশকে জ্ঞান দিতে পারে বাংলাদেশ: ফিন্যান্সিয়াল টাইমস
আলোকিত ভোলা
প্রকাশিত: ৩১ জুলাই ২০২২

বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস। সম্প্রতি প্রকাশিত এ প্রবন্ধে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কণ্টকাকীর্ণ অর্থনৈতিক যাত্রা এবং সমৃদ্ধির কথা বলা হয়েছে। সেইসঙ্গে পৃথিবীর অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় কোন কোন নির্ণায়কে বাংলাদেশ এগিয়ে রয়েছে, তাও তুলে ধরা হয়েছে।
ফিন্যান্সিয়াল টাইমসের আফ্রিকা অঞ্চলের সম্পাদক ডেভিড পিলিং তার এই প্রতিবেদনে লিখেছেন, একটা দেশের নাম বলুন তো যার মাথাপিছু আয় ৫০০ ডলারেরও কম, যেখানে নারীদের গড়ে ৪ দশমিক ৫টি সন্তান রয়েছে এবং যেখানে ৪৪ শতাংশ মানুষ চরম দারিদ্র্যের মধ্যে থাকে? এই প্রশ্নের উত্তর হল- ১৯৯০ সালের বাংলাদেশ।
তবে আজ এই দেশের সেসব সমস্যার সমাধান হয়েছে। জিডিপি বেড়ে আট গুণ হয়েছে। নারীরা গড়ে দুটি সন্তান নিচ্ছেন অর্থাৎ অভিভাবকরা তাদের সন্তানদের শিক্ষা, স্বাস্থ্য এবং সমৃদ্ধির জন্য আরও বেশি অর্থ পাচ্ছেন, সেই সঙ্গে পুরো অর্থনৈতিক ব্যবস্থা পুনর্নির্মাণে ব্যাংকগুলোতে জমা অর্থের পরিমাণও বাড়ছে।
বাংলাদেশে নারীদের অবস্থার অনেক উন্নতি হয়েছে। মাধ্যমিকে ছেলেদের তুলনায় মেয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ১৯৭১ সালে যখন বাংলাদেশ স্বাধীন হয়, তখন প্রতি ৫ শিশুর একজন ৫ বছর পূর্ণ হওয়ার আগেই মারা যেত। এখন সেই সংখ্যা প্রতি ৩০ জনে একজন।
কারো বাড়িয়ে বলা উচিত নয়। বাংলাদেশে এখনো গরিব মানুষ আছে। এখনো দেশটি রাজনৈতিক অস্থিরতা, পরিবেশগত হুমকি এবং উচ্চ মাত্রায় দুর্নীতিতে আক্রান্ত। চলতি সপ্তাহেই দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে ঋণ চেয়েছে। তবে, আরও বড় পরিসরে চিন্তা করলে হেনরি কিসিঞ্জারের মতে এক সময়ের 'তলাবিহীন ঝুড়ি' এখন উন্নয়নে সফল একটি দেশ।
বাংলাদেশ যা কিছু সত্যিকার অর্থে সম্ভব তার একটা চিত্র তুলে ধরেছে এবং যারা দেশটির জন্মের পরের সময়কার মতোই এর ভবিষ্যৎ হবে ভেবেছিল এবং দ্রুত সিদ্ধান্ত দিয়ে দিয়েছিল, তাদের সেসব দাবিকে ভুল প্রমাণিত করেছে। মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া স্বাধীন বাংলাদেশ দ্রুতই দুর্ভিক্ষ ও রাজনৈতিক হত্যাকাণ্ডের সাক্ষী হয়। এমন বাজে শুরুর পর দেশটি এখন উন্নয়নের সারথি।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উন্নয়নবিষয়ক অর্থনীতিবিদ স্টেফান ডেরকন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার পেছনে তিনটি কারণ উল্লেখ করেছেন। প্রথমেই আছে এ দেশের পোশাকশিল্প, যা আকার ১৯৮৪ সালে ছিল ৩২ মিলিয়ন আর এখন তা ৩৪ বিলিয়ন ডলার। দ্বিতীয়ত, বাংলাদেশের বৈদেশিক আয় বেড়েছে। বাংলাদেশিরা বিভিন্ন দেশ থেকে ২২ বিলিয়ন ডলারের বেশি অর্থ পাঠিয়েছে। তৃতীয়ত, বাংলাদেশের বেসরকারি বিভিন্ন সংস্থা যেমন: ব্র্যাক ও গ্রামীণ ব্যাংক অর্থনৈতিক নিরাপত্তা সৃষ্টি করছে এবং গরিবদের স্বাবলম্বী করে তুলছে।
এ আলোচনায় ডেরকন তার বই ‘গ্যাম্বলিং অন ডেভেলপমেন্ট’-এর কোথাও এটা পরিষ্কার করে বলেননি যে সরকারের কোনো বৃহৎ পরিকল্পনা ছিল কি না। বরং বিষয়টি পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এখানে পোশাকশিল্পে কাজ করতে গিয়ে শ্রমিকদের মৃত্যুর বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে এবং এনজিওর কাজকে ফলাও করে তুলে ধরা হয়েছে। সত্যি, বাংলাদেশ তার সস্তা শ্রমবাজারের ব্যবহার করেই নিজেকে গড়ে তুলেছে। ২০১৩ সালে রানা প্লাজা ট্র্যাজেডিতে সহস্রাধিক পোশাকশ্রমিক মর্মান্তিকভাবে মারা যান। যদিও বেশির ভাগ শিল্পোন্নত দেশেরই এমন নেতিবাচক ঘটনার উদাহরণ রয়েছে। যুক্তরাজ্যে উনিশ শতকে ভিক্টোরিয়ান বস্তিতে সংক্রমণ, জাপানে মিনামাতা পারদ বিষাক্তকরণ কেলেঙ্কারির মতো ঘটনা রয়েছে।
রেনেসাঁ ক্যাপিটালের প্রধান অর্থনীতিবিদ চার্লি রবার্টসনও বাংলাদেশের উন্নয়নকে তিনটি ভাগে ভাগ করেছেন। তার করা তিনটি ভাগে রয়েছে: শিক্ষার হার, বিদ্যুৎ ও উর্বরতা। তার গ্রন্থ 'টাইম ট্রাভেলিং ইকোনমিস্টে' তিনি ৭০ শতাংশের বেশি শিক্ষার হার, ৩০০ কিলোওয়াট বিদ্যুৎ এবং তিনটি সন্তানের কম নেয়ার বিষয়টিকে বাংলাদেশের শিল্পোন্ননের কারণ হিসেবে উল্লেখ করেছেন।
আফ্রিকার অনেক দেশেই ৭০ শতাংশের বেশি শিক্ষার হার রয়েছে; অর্থাৎ সেসব দেশের কারখানায় কাজ করার মতো একটি কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। তবে এসব দেশের মাত্র কয়েকটির কাছেই এমন কারখানায় বিদ্যুৎ সরবরাহের সুযোগ রয়েছে। গায়না বিসাউতে (২১ কিলোওয়াট) ইথিওপিয়ায় (৮২ কিলোওয়াট) এবং নাইজেরিয়ায় (১৫০ কিলোওয়াট) বিদ্যুৎ কোনোভাবেই ৩০০ কিলোওয়াটের সঙ্গে তুল্য নয় বলে রবার্টসন মনে করেন।
রবার্টসন মনে করেন, কোনো দেশ তার উর্বরতার হার ৩ শতাংশের কম না হলে অর্থনৈতিক মুক্তি পেতে পারে না। তবে এখানে একটি আন্তঃসম্পর্ক রয়েছে, পরিবারের আকার ছোট হলে এর সঞ্চয়ের সুযোগ বাড়ে এবং ব্যাংকেরও শিল্পঋণ দেয়ার সক্ষমতা বাড়ে। বাংলাদেশের জিডিপিতে ঋণের পরিমাণ ৩৯ শতাংশ, যেখানে নাইজেরিয়ায় ১২ শতাংশ। নাইজেরিয়ার উর্বরতার হার ৫ দশমিক ২ এবং বাংলাদেশের ২ শতাংশ।
আফ্রিকার দেশগুলোর মধ্যে ৩ শতাংশের নিচে উর্বরতার হার রয়েছে বতসোয়ানা, মরিশাস, মরক্কো ও দক্ষিণ আফ্রিকা। এই দেশগুলোই আফ্রিকা মহাদেশে সবচেয়ে ধনী। এখানে একটা বিতর্কের জায়গা থাকতে পারে যে, কেন তারা বেশি ধনী। তবে আন্তঃসম্পর্কের বিষয়টি এখানে গুরুত্বপূর্ণ। আফ্রিকার বাকি দেশগুলোর মধ্যে উর্বরতার হার ৩ দশমিক ৪ (কেনিয়া) থেকে ৬ দশমিক ৭ শতাংশ পর্যন্ত (নাইজার) বিস্তৃত। এদের মধ্যে কেনিয়া মধ্যম আয়ের দেশ এবং নাইজার সবচেয়ে গরিব দেশগুলোর একটি
বাংলাদেশ এখন যে অবস্থানে আছে, সেখানে দক্ষিণ কোরিয়া ১৯৭৫ সালে ছিল। তখন দেশটি একটি অত্যাশ্চর্য সময় কাটাচ্ছিল। অনেক আফ্রিকান দেশ রবার্টসনের নির্ণায়ক মেনে বা এর কাছাকাছি গিয়ে উন্নয়নের চেষ্টা করছে। সৎ এবং সম্মুখগামী চিন্তা করা সরকার নিঃসন্দেহে এ বিষয়ে সাহায্য করতে পারে। কর্দমাক্ত কঠিন পথ দিয়েও যে উন্নয়নের পথ পাড়ি দেয়া সম্ভব- বাংলাদেশ সেটাই করে দেখিয়েছে।
- রক্তশূন্যতায় ভুগছেন? সমাধান জানুন
- এ সময় যে ৬ ধরনের জ্বর থেকে সাবধান থাকবেন
- জেএমবির সামরিক শাখা প্রধানের সহযোগী গ্রেফতার
- জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে পরিষ্কার ব্যাখ্যার নির্দেশ
- ভেজাল-লাইসেন্স ছাড়া ওষুধ উৎপাদনে ১০ বছরের জেল
- ‘১২-১৮ বছর বয়সী ৯৮ শতাংশ শিক্ষার্থী পেয়েছে করোনা টিকা’
- এক সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সমন্বয় হবে
- সাভারে ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার
- বৃষ্টির দিনে রসুই ঘর
রুই মাছের রেজালা - সাকিবের জন্য দুঃসংবাদ
- আশ্রয় ক্যাম্পে দুই মাঝিকে হত্যা: ৩ রোহিঙ্গা আটক
- কর্মস্থল থেকেই চির বিদায় নিলেন লে. কর্নেল ইসমাইল
- পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভয়ংকর সৌরঝড়
- মধ্যপ্রাচ্যের সঙ্গে বাণিজ্য বাড়াতে কাজ করছে সরকার
- মেয়েকে নানির বাড়িতে রেখে অপহরণ নাটক, পুলিশের হাতে ধরা মা
- জম্মু-কাশ্মীরে নিরাপত্তা চৌকিতে গোলাগুলি, সেনাসহ নিহত ৫
- সতর্ক সংকেত বহাল, বৃষ্টি থাকবে দক্ষিণাঞ্চলে
- ঢাবি অধিভুক্ত সাত কলেজে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল
- শোক দিবস পালনে মানতে হবে যেসব স্বাস্থ্যবিধি
- পদ্মা সেতুতে বসানো হলো অত্যাধুনিক ক্যামেরা
- লালদিয়ায় জেলেবিহীন ভাসমান সেই ট্রলার উদ্ধার
- শেখ হাসিনার জন্য রাখি পাঠালো পশ্চিমবঙ্গ সরকার
- নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত প্রতিরক্ষা সংলাপ আজ
- স্বল্পোন্নত দেশ হতে উত্তরণে ওষুধশিল্পে জোর বিশেষজ্ঞদের
- ছবি প্রকাশ করে ছেলের নাম জানালেন পরীমণি
- প্রধানমন্ত্রীকে গালাগালির দায়ে গ্রেফতার হলেন তিনি!
- বঙ্গবন্ধুর খুনি রাশেদকে ফিরিয়ে আনার বিষয়ে যা জানালো মন্ত্রণালয়
- এনএসআই কর্মকর্তার মোটরসাইকেল চুরি, গ্রেফতার ৭
- দাফতরিক কাজে সরকারি ই-মেইল ব্যবহার বাধ্যতামূলক
- এবার পাউন্ডের দরও ছুটছে পাগলা ঘোড়ার মতো
- আউটলুক লাইট ভার্সন আনছে মাইক্রোসফট
- ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায় বিএনপি: সেতুমন্ত্রী
- বঙ্গবন্ধুর রাজনৈতিক অনুপ্রেরনা যুগিয়েছেন বঙ্গমাতা- তোফায়েল আহমেদ
- পেইন কিলার ডেকে আনতে পারে বিপদ!
- বর্ষায় বিভিন্ন রোগ এড়াতে যা করণীয়
- গণতন্ত্রের ট্রেন কারও জন্য অপেক্ষা করবে না: ওবায়দুল কাদের
- নিয়ম না মানলে খাবার স্যালাইনে মারাত্মক বিপদ
- ঝি ঝি ধরা কেন হয়, উদ্বেগের কোন কারণ আছে?
- ভোলায় অবৈধ জালের বিরুদ্ধে অভিযান ১৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ
- তেলের দাম বাড়ানোর কারণ জানালো সরকার
- বঙ্গবন্ধু টানেলের অগ্রগতি ৮৬ শতাংশ, ডিসেম্বরে যান চলাচল
- গুগল ফটোজে থাকা ব্যক্তিগত ছবি লক করার উপায়
- আন্তর্জাতিক বাজারে বেড়েছে কয়লার দাম
- পর্যাপ্ত জ্বালানি আছে, বিভ্রান্ত না হতে প্রধানমন্ত্রীর আহ্বান
- দেশের জনসংখ্যা এখন ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬
- বিএনপির আমলে দেশবাসীর ভরসা ছিল মোমবাতি!
- দুর্ঘটনায় নিহত মা, পেট ফেটে বেরিয়ে এলো জীবিত নবজাতক
- ভোলায় ভাসমান বার্জের মালিকানার সন্ধান মিলেছে
- দৌলতখানে অবৈধ গ্যাস সিলিন্ডার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা
- মাধ্যমিক শিক্ষায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ