• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

বিদেশিরা দীর্ঘ মেয়াদে বিনিয়োগে আগ্রহী: বিএসইসি চেয়ারম্যান

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২১  

দেশের পুঁজিবাজারে বিদেশিরা দীর্ঘ মেয়াদে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, বিদেশি বিনিয়োগকারীরা সরকারের বড় বড় প্রকল্পের পাশাপাশি বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো প্রকল্পে যুক্ত হতে আগ্রহী। তারা স্বল্প মেয়াদে নয়, দীর্ঘ মেয়াদে কম সুদে বিনিয়োগ করতে চায়।

সোমবার রাজধানীর আগারগাঁও বিএসইসির সম্মেলনকক্ষে সংযুক্ত আরব-আমিরাতের দুবাইয়ে বিএসইসি আয়োজিত ‘রোড শো’ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব জানান।

পুঁজিবাজারে বিনিয়োগ টানতে গত ৯ থেকে ১২ ফেব্রুয়ারি চার দিনব্যাপী ‘রোড শো’র আয়োজন করে বিএসইসি।

শিবলী রুবাইয়াত বলেন, ‘রোড শো’তে আমাদের দেশের অর্থনীতির অবস্থা তুলে ধরেছি। কিছু কিছু জায়গায় বিদেশি বিনিয়োগকারীরা আমাদের অনেক প্রশ্ন করেছে। অনেক কিছু জানার পর ওরা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। অনেকে আবার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চায়।

তিনি আরো বলেন, আমাদের প্রেজেন্টেশনের পরে সাত ট্রিলিয়ন, তিন ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগে সক্ষম এমন বিনিয়োগকারীরা আলাদা বৈঠক করেছেন। তারা বিনিয়োগের জন্য ভালো জায়গা খুঁজছেন। নিজেদের দেশে বিনিয়োগ করে তারা তেমন কোনো রিটার্ন পাচ্ছেন না। রিটার্ন পাওয়ার ক্ষেত্রে রেটিংয়ে যেসব দেশ এগিয়ে, সেখানে তারা বিনিয়োগ করবেন।

শিবলী বলেন, বাংলাদেশের যে ভবিষ্যৎ আমরা দেখতে পাচ্ছি, সেখানে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত। ব্যাংকিং খাত থেকে বড় বড় ঋণ বড় প্রকল্পে দীর্ঘ মেয়াদে বিনিয়োগ হচ্ছে। সামনের দিনগুলোতে আমাদের বিরাট ভূমিকা রাখতে হবে। সেটা রাখতে গিয়ে আমরা দেখেছি, ইকুইটি মার্কেটে আমরা যে সাইজের ক্যাপিটাল ইনজেক্ট করি তা দেশের সামনের দিনগুলোতে কাজ করে না।

তিনি বলেন, দুবাইয়ে ‘রোড শো’র মাধ্যমে দেশের সঠিক চিত্র উপস্থাপন করায় বিদেশে বাংলাদেশের অর্থনীতির সঠিক তথ্য চিত্র উঠে এসেছে। দুবাই, লন্ডন, নিউইয়র্ক, হংকং ও সিঙ্গাপুরের মতো জায়গার মানুষ, বিয়োগকারী, বিদেশের সংবাদপত্র অথবা ব্যবসায়ীদের কাছে যদি বাংলাদেশের সঠিক তথ্য তুলে ধরা হয় তবে বিদেশিরাও আমাদেরকে আরো সম্মানের চোখে দেখবে।