• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সচল রাখা হয়েছে রাবি শিক্ষার্থীদের ভ্যাকসিন আবেদন প্রক্রিয়া

আলোকিত ভোলা

প্রকাশিত: ১ জুন ২০২১  

সময়সীমা শেষ হলেও সচল রাখা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের ভ্যাকসিন আবেদন প্রক্রিয়া। 

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৪ মে শিক্ষার্থীদের ভ্যাকসিনের নিবন্ধনের আবেদন প্রক্রিয়া শেষ হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করে মাত্র সাড়ে ১৪ হাজার শিক্ষার্থী। যা মোট শিক্ষার্থী তুলনায় অর্ধেকের কম। যেসব শিক্ষার্থীরা আবেদন করতে পারেনি, তাদের জন্য সচল রাখা হয়েছে আবেদন প্রক্রিয়া। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা চলমান থাকবে।

এর আগে গত ১০ মে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে কোভিড-১৯ ভ্যাকসিনের আওতায় আনতে অনলাইনে আগামী ২৪ মে’র মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে অনুরোধ জানায় রাবি প্রশাসন।

যেভাবে আবেদন করা যাবে
শিক্ষার্থীরা https://sites.ru.ac.bd/studentnid/php লিঙ্কে গিয়ে তাদের আইডি নম্বর ও পাসওয়ার্ড প্রদান করতে হবে। লগইন করার পর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তবে প্রয়োজনীয় অধিকাংশ তথ্যই লগইন করার পরই প্রোফাইলে চলে আসবে। পরে নির্দিষ্ট জায়গায় জাতীয় পরিচয়পত্র নম্বর, শিক্ষার্থীর ফোন নম্বর, ইমেইল দিতে হবে। পরে শিক্ষার্থী আবাসিক নাকি অনাবাসিক না নিশ্চিত করতে যথাস্থানে টিক চিহৃ দিতে হবে। সবশেষে Copy of NID অপশনে গিয়ে জাতীয় পরিচয়পত্রের ছবি দিতে হবে। জাতীয় পরিচয়পত্রের ছবি ছাড়া আবেদন গ্রহণযোগ্য হবে না।