• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্রিটেনের রাজাকে লক্ষ্য করে ডিম ছুড়ল যুবক

আলোকিত ভোলা

প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২  

দেশের রাজাকে ডিম ছুড়ে মারলেন এক প্রজা। অথচ রাজা শাস্তি দেওয়া তো দূর, বিষয়টিকে পাত্তাই দিলেন না তিনি। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বুধবার (৯ নভেম্বর) ব্রিটেনের নতুন রাজা চার্লস ইয়র্কশায়ারের ইয়র্ক শহরে বেড়াতে বেরিয়েছিলেন স্ত্রী ক্যামিলাকে নিয়ে। রাজা হওয়ার পর এই প্রথম স্ত্রীকে নিয়ে ব্রিটেন সফরে বেরিয়েছেন তিনি।

সফরে ইয়র্কের জনগণের সঙ্গে দেখা করতে বেরিয়েছিলেন রাজদম্পতি। শহরের মাঝখানে একটি চত্বরে রাজার সঙ্গে প্রজারা সাক্ষাত করছিলেন যখন এই ঘটনাটি ঘটে। আর্চওয়ে পেরিয়ে গাড়ি থেকে অপেক্ষারত জনগণের দিকে এগিয়ে আসছিলেন রাজা চার্লস ও তার রানি ক্যামিলা।

দুইপাশে দাঁড়ানো জনতার সঙ্গে এগিয়ে গিয়ে হাত মেলাচ্ছিলেন, কথা বলছিলেন রাজদম্পতি। সেই সময়েই রাজার থেকে হাতখানেক দূরে একটি ডিম আছড়ে পড়ে। চার্লস অন্য দিকে তাকিয়েছিলেন তাই প্রথমে তিনি বুঝতে পারেননি। কিন্তু এরপর একের পর এক ডিম উড়ে আসতে থাকে রাজাকে লক্ষ্য করে।

পুলিশকে এক প্রত্যক্ষদর্শী জানায়, হামলাকারীকে মোট পাঁচটি ডিম ছুড়তে দেখেছিলেন তিনি। রাজা ও রানি কাছাকাছি আসতেই মুখে অদ্ভুত শব্দ করতে শুরু করেন ওই হামলাকারী। তারপর একের পর এক ডিম ছুড়তে থাকেন।

যদিও তাতে রাজার হাবভাবে কোনও পরিবর্তন হয়নি। ডিমগুলো রাজার ধারে পাশেও এসে পৌঁছায়নি। নির্বিকার ভাবে একের পর এক দর্শনপ্রার্থীদের দিকে হাসিমুখে এগিয়েছেন তিনি। পরে অবশ্য রাস্তায় এসে পড়া ফাটা ডিম মাথা নিচু করে দেখতে দেখা গিয়েছে তাকে। কিন্তু তার বেশি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পুলিশ এই ঘটনায় হামলাকারী যুবককে গ্রেফতার করেছে। নিরাপত্তারক্ষীরা দ্রুত এই যুবককে চিহ্নিত করে তাকে ভিড় থেকে আলাদা করে এক পাশে নিয়ে আসে। সেই সময় যুবক চিৎকার করে বলেন, 'এই দেশ দাসদের রক্ত দিয়ে তৈরি হয়েছে। ব্রিটেনের রাজার লজ্জা হওয়া উচিত। সেই চিৎকারের প্রতিক্রিয়ায় 'গড সেভ দ্য কিং' বলে চিৎকার করতে শুরু করেন বাকিরা।

রাজদম্পতি অবশ্য তার পরও কিছুক্ষণ থাকেন ওই এলাকায়। পরে মেয়রের সঙ্গে সাক্ষাৎ করে রওনা হন পরের গন্তব্য দক্ষিণ ইয়র্কশায়ারের উদ্দেশে।