• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী

তেলবিহীন বেকু মেশিন আবিষ্কার মনপুরার স্কুলছাত্র সাকিবের

আলোকিত ভোলা

প্রকাশিত: ২০ জুন ২০১৯  

তেল ছাড়া পানি দিয়ে চালানোযোগ্য বেকু মেশিন (মাটি কাটার যন্ত্র) আবিষ্কার করেছে ভোলার মনপুরার সাকিব আল হাসান নামের ৭ম শ্রেণির এক ছাত্র। মেশিনটি উদ্ভাবনে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 

জানা গেছে, কয়েক মাস আগে বাড়ির পাশে বেকু মেশিন দিয়ে সরকারি বেড়িবাঁধ নির্মাণ দেখে অনুপ্রাণিত হয়ে তেলের পরিবর্তে কিভাবে পানি দিয়ে মাটি কাটার বেকু মেশিন চালানো যায় তা নিয়ে দিন-রাত চিন্তা করে সাকিব। অবশেষে সফলতা পায় সে।

সাকিব জানায়, বেকু মেশিনটির ডেমো বানাতে ইনজেকশনের সিরিঞ্জ, পানি, কাঠ ও লৌহা ব্যবহার করেছে। এর আগে সে ব্যাটারিচালিত পাম্প মেশিন বানিয়েছেন। তবে ব্যাটারিচালিত হেলিকপ্টার বানানোর পরিকল্পনা নিয়ে অনেক দূর এগুলোও অর্থাভাবে তা শেষ করতে পারছেনা। লেখা-পড়া করে বড় বিজ্ঞানী হতে চায় ৭ম শ্রেণীর এ শিক্ষার্থী।

সাকিব উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ে এসে তার বানানো বেকু মেশিনটি শিক্ষক ও শিক্ষার্থীদের চালিয়ে দেখায়। এর আগে উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদের কার্যালয়ে বেকু মেশিনটি চালিয়ে দেখায় সে। পরে উপজেলা নির্বাহী অফিসার তাকে এক হাজার টাকা পুরস্কার দেন।

সাকিব আল হাসান উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বাসিন্দা হতদরিদ্র কাঠমিস্ত্রী ফখরুল ইসলাম ও গৃহিণী মাছুমা বেগমের সন্তান।  দুই ভাই ও দুই বোনের মধ্যে সাকিব দ্বীতিয়। 

সাকিবের বাবা ফখরুল ইসলাম জানান, ছেলের পড়ালেখার খরচ যোগাতে কষ্ট হচ্ছে। তারপরও সে নতুন নতুন যন্ত্র বানানোর জন্য কাঠ, লোহা, সুপার গ্লু, মোটর কিনে আনার বায়না করে। সে নতুন কিছু বানালে খুশিতে মন ভরে উঠে। কিন্তু ভবিষ্যতে ছেলের নতুন নতুন যন্ত্র বানানোর সামগ্রী ও লেখাপড়া করানো সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।

উত্তর সাকুচিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইদুর রহমান জানান, সাকিবের আবিষ্কৃত বেকু মেশিনটি জাতীয় বিজ্ঞান জাদুঘরে পাঠানো হবে। এছাড়াও তাকে স্কুলে বিনা বেতনে পড়ালেখা করার সুযোগ দেওয়া হয়েছে।