• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ নারী দল

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২১  

নভেল করোনাভাইরাসের নতুন ধরনের কারণে বাতিল হয়ে গেছে জিম্বাবুয়েতে হওয়া নারীদের বিশ্বকাপ বাছাই। বাছাই পর্ব বাতিল হওয়ায় দারুণ সংবাদ পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিবৃতিতে বাছাই পর্ব বাতিল হওয়ার খবরটি জানিয়েছে আইসিসি। সেই সঙ্গে জানিয়েছে, মূল পর্বে সুযোগ পাওয়া দলগুলোর নাম। র‍্যাঙ্কিংয়ের বিবেচনায় বিশ্বকাপে বাংলাদেশের সঙ্গে খেলার সুযোগ পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

জিম্বাবুয়ের বাছাই পর্ব থেকে মোট তিনটি দলের যাওয়ার কথা ছিল মূল পর্বে। এখন পুরো প্রতিযোগিতা বাতিল হয়ে যাওয়ায় এই তিন দলকে র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে নির্বাচন করেছে আইসিসি।

২০২২ সালে মার্চে অনুষ্ঠিত হবে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। যেখানে স্বাগতিক নিউজিল্যান্ডের সঙ্গে আগেই সরাসরি সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। এবার সুযোগ পেল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান।

এবারই প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ নারী দল। এর আগে দুইবার বাছাই পর্ব খেলে প্রতিবারই পঞ্চম হয় লাল-সবুজের দল।

আইসিসির টুর্নামেন্ট প্রধান ক্রিস টেলি বাছাই পর্ব বাতিল নিয়ে বলেছেন, ‘আমরা খুবই হতাশ যে টুর্নামেন্টটি বাতিল করতে হয়েছে। কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়েছে। দলগুলো আবার না ফিরতে পারার শঙ্কা আছে। তাই টুর্নামেন্ট বাতিল করতে হয়েছে।’

অবশ্য জিম্বাবুয়ের হারারেতে হওয়া বাছাই পর্বও খারাপ কাটেনি বাংলাদেশের মেয়েদের। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। পরের ম্যাচে জয় পায় যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয় পায় বাংলাদেশের মেয়েরা। তৃতীয় ম্যাচে এসে হারে থাইল্যান্ডের কাছে। তবে হারলেও র‍্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় মূল পর্বে যেতে সমস্যা হয়নি নিগার সুলতানাদের। সবশেষ র‌্যাঙ্কিং অনুযায়ী ৯৫ রেটিং পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে বাংলাদেশ।