• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
২০৩২ সাল পর্যন্ত ইইউতে জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চেয়েছেন প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য পরিবর্তনে পাশে আছি: প্রধানমন্ত্রী জনসমর্থন থাকায় আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা অসম্ভব রোহিঙ্গাদের জন্য বৃহত্তর তহবিল সংগ্রহে প্রধানমন্ত্রীর আহ্বান লেখাপড়ার নামে শিক্ষার্থীদের ওপর চাপ সৃষ্টি না করার আহ্বান বঙ্গবন্ধুর জন্মদিনে আওয়ামী লীগের কর্মসূচি বিশ্বে অনেক বাজার আমাদের জন্য অপেক্ষা করছে: প্রধানমন্ত্রী ‘কিডনি রোগীদের চিকিৎসায় নানা উদ্যোগ নিয়েছে সরকার’ ইফতার পার্টি না করে মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি রোজার তাৎপর্য অনুধাবন করে সমাজ জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান পবিত্র মাহে রমজানে বাংলাদেশসহ মুসলিম জাহানের কল্যাণ কামনা ‘নভোথিয়েটার করার জন্য খালেদা জিয়া দুটি মামলা দিয়েছিল’ কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলছে সরকার প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক আমরা সমুদ্র সীমার অধিকার নিশ্চিত করেছি: প্রধানমন্ত্রী ৪১ সালের মধ্যে দুর্যোগ সহনশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আশা গবেষণা জাহাজ সংগ্রহের পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী ট্রাস্টের চলমান প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের নির্দেশ

আওয়ামীলীগের মনোনয়ন পেলেন রফিকুল ইসলাম ও জাকির তালুকদার

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২০  

ভোলা প্রতিনিধিঃ
তৃতীয় ধাপের অসন্ন পৌরসভা নির্বাচনের ভোলার বোরহানউদ্দিন পৌরসভা ও দৌলতখান পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বোরহানউদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন তালুকদার। তৃতীয় বারের মতো তারা দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক পেয়ে নির্বাচনে অংশ গ্রহণ করবেন।

শনিবার  বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৃতীয় ধাপের পৌরসভার নির্বাচন ভোলা জেলার ২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। মনোনয়পত্র বাছাই শেষ তারিখ ৩ জানুয়ারি। প্রার্থীতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি। ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোট। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে। এদিকে তৃতীয় বারের মতো তারা দলীয় মনোনয়ন আনন্দের বন্যা বইছে বোরহানউদ্দিন ও দৌলতখান পৌরসভার আওয়ামী লীগের সমর্থকদের মাঝে। তারা বলছেন যোগ্য প্রার্থী হিসাবে এই দুজন দলীয় মনোনয়ন পেয়েছেন। এর মাধ্যমে এই দুটি পৌরসভায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে জানান।

এদিকে দৌলতখান পৌর সভায় আওয়মী লীগের মনোনয়ন চেয়েছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও হাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান হামিদুর রহমান টিপু, খাইরুল ইসলাম খোকন, আব্দুল খালেক, সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন। অন্যদিকে বোরহান উদ্দিন পৌর সভায় মনোনয়ন চেয়েছিলেন বোরহানউদ্দিন উপজেলার চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান মহব্বত জান চৌধুরী।