• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ইউএনও`র হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড, কনের বাবাকে জরিমানা

আলোকিত ভোলা

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ইউএনও'র হস্তক্ষেপে পণ্ড হলো বাল্যবিবাহ। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটেছে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের টঙ্গিরপাড় নোয়াপাড়া গ্রামে। 

জানা গেছে, কনে পাশের শাহরাস্তি উপজেলার ইছাপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। মেয়েটির টিকা কার্ড ও পঞ্চম শ্রেণি পাশের সার্টিফিকেট পরখ করে দেখা যায় ১৮ বছর পূর্ণ হতে এখনো তার অনেক সময় বাকী। এর পরও মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল তার পরিবার। কিন্তু খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিয়ে ভেঙ্গে দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। 

এদিকে ইউএনও যাওয়ার পরেই স্কুল ছাত্রীটি বাবা-মা বাড়ি থেকে সটকে পড়ে। পরে তাঁর নির্দেশে বিয়ে বাড়ির অতিথিদের জন্য রান্না করা সকল খাবার পাশের গ্রাম লাওকরা হযরত আমানত শাহ ও শাহেনশাহ (রহ:) হাফিজিয়া মাদ্রাসায় পাঠিয়ে দেওয়া হয়। সেইসঙ্গে মেয়েটিকে একজন নারী চৌকিদারের মাধ্যমে নিজ গাড়িতে করে উপজেলায় নিয়ে আসেন ইউএনও বৈশাখী বড়ুয়া। পরে মেয়েটির পরিবারের লোকজন উপজেলা সদরে আসলে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছাত্রীর বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করেন ইউএনও। এর পাশাপাশি ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবেন না এমন শর্তে মুচলেকা আদায় করে বাবার জিন্মায় মেয়েটিকে বুঝিয়ে দেন তিনি।

আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলাল, থানা উপ-পরিদর্শক (এসআই) রমিজ উদ্দিনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট বৈশাখী বড়ুয়া বলেন, ছাত্রীর বাবা দোষ স্বীকার করেন এবং ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে না দেওয়ার অঙ্গীকার করে মুচলেকা শেষে ছাত্রীটিকে তার বাবার কাছে বুঝিয়ে দেওয়া হয়।