• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনা ভাইরাস: চীনের পাশে আছে বাংলাদেশ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২০  

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে দেশটির পাশে থাকবে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। তিনি জানান,চীনে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। সংক্রমিত রোগীর সংখ্যা কয়েক হাজার। চীনের এই পরিস্থিতিতে পাশে আছে বাংলাদেশ এবং এই বার্তা তাদেরকে অবহিত করা হয়েছে।

পররাষ্ট্র সচিব বলেন, ‘এই সময়ে আমরা চীনের পাশে আছি এবং তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি তাদের কোনও কিছুর প্রয়োজন হলে আমাদেরকে যদি জানায় আমরা সেটি সরবরাহ করবো।’ চীনে অবস্থিত বাংলাদেশিদের সর্বশেষ অবস্থার বিষয়ে তিনি বলেন, ‘এখনও পর্যন্ত কেউ সংক্রমিত হয়নি। বেইজিং এ আমাদের দূতাবাস এবং কুনমিং এর মিশন সর্বক্ষণ বাংলাদেশিদের সঙ্গে যোগাযোগ রাখছে।’
 

এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন,‘কুনমিংয়ের একটি ছোট শহরের বিশ্ববিদ্যালয়ে ১০১ জন বাংলাদেশি ছাত্রকে মূল শহরে নিয়ে আসা হয়েছে এবং ওই বিশ্ববিদ্যালয়ের একটি ডরমিটরিতে তাদের সুরক্ষার জন্য রাখা হয়েছে। তারা সবাই সুস্থ আছে।’ এছাড়া উহানে অবস্থিত বাংলাদেশিদের জন্য গঠিত ইউচ্যাট গ্রুপে সর্বশেষ ৩২৪জন যোগ দিয়েছে এবং সবার সঙ্গে যোগাযোগ রাখছে বেইজিং এ বাংলাদেশের দূতাবাস বলে তিনি জানান।
 

তিনি বলেন,‘আমরা সবার কাছ থেকে নাম ও যোগাযোগের নম্বর জোগাড় করে রাখছি যাতে করে তাদের সঙ্গে যে কোনও মূহুর্তে আমরা যোগাযোগ করতে পারি। এছাড়া চীন সরকারের অনুমতি সাপেক্ষে বাংলাদেশিদের ইচ্ছানুযায়ী দেশে ফিরিয়ে আনার জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি।’
চীনের প্রস্ততি সম্পর্কে জানতে আমরা ঢাকায় তাদের দূতাবাসের সঙ্গেও যোগাযোগ রাখছি এবং কোনও সহায়তা প্রয়োজন হলে আমাদেরকে জানানোর জন্য তাদেরকে বলে রেখেছি বলে তিনি জানান।

 

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গতকাল মঙ্গলবার সকালে বলেছেন, ‘আমরা কোনও ভ্রমণ সতর্কতা দেইনি। আমরা কোনও আতঙ্ক সৃষ্টি করতে চাই না। আমরা চলাচলে কোনও বাধা দেইনি, শুধু বলেছি আমরা সতর্ক থাকবো।’ তবে তিনি বলেন, চীন ও দক্ষিণ কোরিয়া থেকে যারা দেশে আসছেন, তাদের হিসাব-নিকাশ ও পর্যবেক্ষণে রাখবে সরকার।
 

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সরকারের সব ধরনের প্রস্তুতি আছে জানিয়ে চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। ভাইরাস প্রতিরোধের ব্যবস্থাপনা প্রসঙ্গে মন্ত্রী জানান, কুর্মিটোলায় দুইশ’ চিকিৎসক রয়েছেন। তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ডব্লিউএইচও-এর গাইড লাইন অনুসারে প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের সব হাসপাতালে এই গাইড লাইন পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশিদের চীন ভ্রমণে নিরুৎসাহিত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
 

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ দিনে শাহ আমানত বিমানবন্দর দিয়ে মোট ২৮০৫ জন লোক চীন থেকে বাংলাদেশে এসেছে। এই কয়দিনে ৭ হাজার ৫৭০ জন নাগরিক নিজ দেশে গিয়েছেন, তারা ১৫ দিন পর ফিরে আসবেন।