• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনায় সবচেয়ে বিপর্যস্ত যে দশটি দেশ

আলোকিত ভোলা

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

করোনা ভাইরাসে ছোবলে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ব। ভাইরাস ছড়িয়েছে প্রায় ১৮৩ টি দেশে। প্রাণ হারিয়েছেন ১০ হাজার ৪৪০ জন। আক্রান্তের সংখ্যা দুই লাখ ৫৪ হাজার ৬৫৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮৯ হাজার ৭০ জন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে ইতালি। তবে, চীনে প্রথম এই ভাইরাস ধরা পড়লেও তারা করোনার চিকিৎসার জন্য স্থাপিত সর্বশেষ হাসপাতালটিও বন্ধ ঘোষণা করেছে।

কিন্তু ভাইরাসটি এখনো দাপিয়ে বেড়াচ্ছে গোটা বিশ্বে। বর্তমানে ইতালি ও ইরানে চলছে ভয়াবহ পরিস্থিতি। এদিকে ভারতও ভয়ঙ্কর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে মার্কিন গবেষণা সংস্থা। ভারতের ৩০ কোটি মানুষ আক্রান্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

আক্রান্ত দেশগুলোর শীর্ষে আছে যে দশটি দেশ, দেখে নিন তার তালিকা (২০ মার্চ ২০২০ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে):

১. ইটালি
মোট আক্রান্ত ৪১ হাজার ৩৫ জন। করোনা সংক্রমণের কারণে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইউরোপের এই দেশে। সেখানে মৃতের সংখ্যা তিন হাজার ৪০৫। আক্রান্তের তুলনায় সুস্থ হওয়ার হার সেখানে এখনো কম। মোট সুস্থ হয়েছেন চার হাজার ৪৪০ জন।

২. চীন
বিশ্বের সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রয়েছেন চীনে। সেখানে মোট আক্রান্ত ৮১ হাজার ১৯৯জন। মারা গেছেন তিন হাজার ২৫৩ জন। কিন্তু আক্রান্ত যেমন বেশি, তেমনি সুস্থ হয়ে ওঠা মানুষও সেখানে সবচেয়ে বেশি। চীনে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭১ হাজার ২৬৬ জন।

৩. ইরান
মোট আক্রান্ত ১৮ হাজার ৪০৭ জন। মারা গেছেন এক হাজার ২৮৪ জন। সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৯৭৯ জন।

৪. স্পেন
মোট আক্রান্ত ১৯ হাজার ৯৮০ জন। মারা গেছেন এক হাজার দুই জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৮৮ জন।

৫. ফ্রান্স
মোট আক্রান্ত ১১ হাজার ১০ জন। মারা গেছেন ৩৭২ জন। সুস্থ হয়েছেন ১২জন।

৬. মার্কিন যুক্তরাষ্ট্র
মোট আক্রান্ত ১৪ হাজার ২৫০ জন। মারা গেছেন ২০৫ জন। সুস্থ হয়েছেন ১২১ জন।

৭. যুক্তরাজ্য
যুক্তরাজ্যে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ৭১৬ জন। মারা গেছেন ১৩৮ জন। সুস্থ হয়েছেন ৬৫ জন।

৮. দক্ষিণ কোরিয়া
মোট আক্রান্ত আট হাজার ৬৫২ জন। মারা গেছেন ৯৪ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৫৪০ জন।

৯. নেদারল্যান্ডস
মোট আক্রান্ত দুই হাজার ৪৬৮ জন। মারা গেছেন ৭৭ জন। সুস্থ হয়েছেন দুজন।

১০. জার্মানি
মোট আক্রান্ত ১৫ হাজার ৩২০ জন। মারা গেছেন ৪৪ জন। সুস্থ হয়েছেন ১১৫ জন।