• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

তাবিথের উপর হামলা নিয়ে রহস্যের ধুম্রজাল সৃষ্টি !

আলোকিত ভোলা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২০  

প্রচারণাকালে ঢাকা উত্তরের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের উপর হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালে রাজধানীর গাবতলীর আনন্দনগর তেল মিল এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় তাবিথ আউয়াল সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, হামলার ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে গভীর ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ‘‘সকাল থেকেই ওই এলাকায় কিছু নতুন মুখের ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তাবিথ আউয়াল ওই এলাকার প্রবেশের আগে, সকাল ১০ টার দিকে সেই লোকগুলোকে স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাদের সাথে কথা বলতে দেখা যায়। একটি চায়ের দোকানে বসে বেশ কিছু সময় তারা চা সিগারেট খেয়েছিল।’’

আনন্দনগর তেলমিল এলাকার চা বিক্রেতা মো. হানিফ ও জাহাঙ্গীর জানান, ‘‘সকাল থেকে ঘোরাফেরা করা লোকগুলো বিএনপির মেয়র প্রার্থীর উপর হামলার সময় ঘটনাস্থলে ছিল। কিছুক্ষণ আগে যারা বিএনপি নেতাদের সাথে কথা বলেছিল, তারাই হামলার সময় আওয়ামীলীগ দলীয় বিভিন্ন শ্লোগান দেয়।’’

তাবিথের পক্ষে ঘটনাস্থলে প্রচারণায় থাকা গাবতলীর ওয়ার্ড যুবদল কর্মী ফয়েজুল, জামিল ও মো. হায়দার জানান, ‘‘হামলাকারীদের সাথে বহিস্কৃত স্থানীয় যুবদল নেতা কামাল ওরফে ‘ককটেল কামাল’র সম্পর্ক থাকতে পারে। কামালকে গ্রেফতার করলে আসল সত্য জানা যাবে। আমরা হামলার ঘটনার তিব্র প্রতিবাদ জানাচ্ছি।’’

এ বিষয়ে স্থানীয় বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘‘কারা হামলা চালিয়েছে তা আমরা এখনো বুঝতে পারছি না। হামলাকারীরা আওয়ামীলীগের নাকি বিএনপি’র এটা জানতে একটু সময় লাগবে। বিএনপির কেউ যদি এমন হামলা চালিয়ে থাকে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’’

হামলার ঘটনা খুবই ন্যাক্কার জনক উল্লেখ করে স্থানীয় সরকার নির্বাচন বিশেষজ্ঞ এ্যাড. আমির মাহমুদ কোরেশী বলেন, ‘‘এ ধরণের হামলা সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। ইতোপূর্বে আমরা দেশের বিভিন্ন স্থানে দেখেছি, বিশেষ ফায়দা লুটার জন্য জামায়াত-শিবিরের নেতা কর্মীরা পরিকল্পনা মাফিক জয় বাংলা শ্লোগান দিয়ে বিএনপির উপর হামলা চালিয়েছে। সরকার ও আওয়ামীলীগকে বিব্রত করতে শ্লোগান ব্যবহার করে এ ধরণের হামলা তারা চালাতে পারে। গাবতলীর হামলাও অনেকটা একই ধাঁচের।’’ সঠিক তদন্তপূর্বক দোষীদের গ্রেফতারের দাবি জানান তিনি।