• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিবাহিত-অবিবাহিত ও সিন্ডিকেট ইস্যুতে নাজেহাল ছাত্রদল!

আলোকিত ভোলা

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০  

ভার্চুয়াল রাজনীতি ছেড়ে রাজপথে সক্রিয় হতে চায় বিএনপি। রাজনীতিতে সক্রিয় হতে শুরুতেই বিএনপির ভ্যানগার্ডখ্যাত ছাত্রদলকে গতিশীল করতে চায় বিএনপির হাইকমান্ড। কিন্তু সিন্ডিকেটের কারণে ছাত্রদলকে নিয়ে বেকায়দায় পড়েছে বিএনপির শীর্ষ নেতারা। জানা গেছে, ছাত্রদলের উপর কর্তৃত্ব বজায় রাখতে অনুগত বয়স্ক ও বিবাহিত নেতাদের ছাত্রদলের মূল কমিটিতে স্থান করে দিতে নানা মহলে দৌড়ঝাঁপ করছেন কিছু সিনিয়র নেতা। যার কারণে অবিবাহিতরা ছাত্রনেতারা ক্ষুব্ধ। প্রতিকার চেয়ে তারা চিঠিও দিয়েছেন নীতি-নির্ধারকদের।

ছাত্রদল ঘনিষ্ঠ একাধিক সূত্র বলছে, হামলা-মামলার শিকার হলে বিবাহিত ও অছাত্ররাও থাকতে পারবে ছাত্রদলের কমিটিতে- এমনটি বলছে ছাত্রদল। আর বিবাহিতদের ছাত্রদলের নেতৃত্বে আনতে পরস্পর বিরোধে জড়াচ্ছেন স্থানীয় বিএনপি নেতারাও। তবে বিবাহিতদের কমিটিতে না রাখতে কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপিকে চিঠি দিয়েছেন তৃণমূল নেতারা। তৃণমূল ছাত্রদল নেতা-কর্মীদের দাবি-বয়স্ক, বিবাহিত ও নিষ্ক্রিয় নেতাদের সরিয়ে অবিবাহিত, নিবেদিত ও সাহসী নেতাদের পদ দেয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। অছাত্র ও নিষ্ক্রিয় নেতাদের ছাত্রদলে পদ দিলে তরুণ ও অবিবাহিতরা রাজনীতিতে আসতে অনুৎসাহিত হবে বলেও শঙ্কার কথা জানানো হয়েছে। এছাড়া ছাত্রদলকে সিন্ডিকেটমুক্ত রাখতে এবং কোনো নেতার আজ্ঞাবাহী দলে পরিণত না করারও পরামর্শ দিয়েছেন তৃণমূল ছাত্রদল নেতৃবৃন্দ।

ছাত্রদলের কমিটিতে বিবাহিত-অবিবাহিতদের স্থান দেয়া নিয়ে চলমান সংকটের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, দায়িত্ব নেয়ার পর থেকেই ছাত্রদলকে পুনর্গঠিত করা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি তাই ছাত্র-অছাত্র, বিবাহিত-অবিবাহিতদের নিয়ে আমরা ভাবছি না। তবে ছাত্রদলে নিষ্ক্রিয় কাউকে স্থান দেয়া হবে না। আর সিন্ডিকেটের যে কথা বলা হচ্ছে, সেটি পুরোপুরি সত্য নয়। ছাত্রদলকে কারো ব্যক্তিগত বাহিনীতে হতে দেয়া হবে না। আমরা ছাত্রদলকে গতিশীল করতে চাই, কারো আজ্ঞাবাহী দলে পরিণত করব না। আমরা সিন্ডিকেট ভেঙে নবউদ্যামে রাজপথে সক্রিয় হবো, সেজন্যই এতো সংগ্রাম করছি।