• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
যুদ্ধ অবশ্যই বন্ধ হওয়া উচিত : প্রধানমন্ত্রী থাইল্যান্ডে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা থাইল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী আজ থাইল্যান্ড যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক সম্পর্ক জোরালো হয়েছে ঢাকা ও দোহার মধ্যে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর সঙ্গে কাতার আমিরের বৈঠক ঢাকা সফরে কাতারের আমির, হতে পারে ১১ চুক্তি-সমঝোতা জলবায়ু ইস্যুতে দীর্ঘমেয়াদি কর্মসূচি নিয়েছে বাংলাদেশ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সর্বদা প্রস্তুত : প্রধানমন্ত্রী দেশীয় খেলাকে সমান সুযোগ দিন: প্রধানমন্ত্রী খেলাধুলার মধ্য দিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ভোলা-৩ আসন: বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ শাওন

আলোকিত ভোলা

প্রকাশিত: ২২ নভেম্বর ২০১৮  

 

লালমোহন প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনে আওয়ামীলীগের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন ও কেন্দ্রীয় বিএনপি নেতা মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, লালমোহন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও বর্তমানে চরভূতা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান টিটব, ঢাকা মহানগর জাসার্সের সহ-সভাপতি সাইদুল ইসলাম মিলন, হাই কোর্টের এডভোকেট কামাল হোসেন এবং তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা তাদের দলীয় মনোনয়ন পেতে চান। তবে এলাকায় আওয়ামীলীগ ছাড়া অন্য প্রার্থীদের নির্বাচনী তৎপরতা নেই বললেই চলে।
ভোলার অন্য আসনগুলোতে বিএনপির নেতারা মাঠে থাকলেও এখানে কোন কার্যক্রম বা কর্মসূচি নেই বিএনপির। মেজর (অবঃ) হাফিজ নিশ্চিত নমিনেশন পাচ্ছেন বলে নেতাকর্মীদের মধ্যে গুনঞ্জণ থাকলেও নির্বাচনী এলাকায় বিগত ৮ বছর আসতে পারেননি। রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল থাকায় আওয়ামীলীগ সরকারের ২ মেয়াদে নূরুন্নবী চৌধুরী শাওন তার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। স্থানীয়ভাবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন একাদশ নির্বাচনে শাওনের অভূতপূর্ণ উন্নয়ন মোকাবেলাই বিএনপির জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ভোলা-৩ সংসদীয় আসন লালমোহন ও তজুমদ্দিন দু’টি উপজেলা ও একটি পৌরসভা নিয়ে গঠিত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর লালমোহন ও তজুমদ্দিনে অভূতপুর্ব উন্নয়ন হয়েছে। যা বিগত বিএনপি জোট সরকারের আমলে হয়নি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশের ন্যায় লালমোহন ও তজুমদ্দিনে ব্যাপক উন্নয়ন করেছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। ভোলা-৩ আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর লালমোহন ও তজুমদ্দিনে মেঘনার ভাঙ্গনরোধে শ’শ’ কোটি টাকা বরাদ্দ, স্কুল-কলেজ ও মাদ্রাসার নতুন নতুন ভবন নির্মাণ, রাস্তা, ব্রীজ ও কালভার্ট নির্মাণ করেছেন নূরুন্নবী চৌধুরী শাওন। লালমোহনে দৃষ্টি নন্দন সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক নির্মাণ করে এখানকার শিশুদের বিনোদনের ব্যবস্থা করেছেন তিনি। 
সরেজমিনে দেখা যায়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে এ আসনের রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে আওয়ামীলীগের নিশ্চিত মনোনয়ন প্রত্যাশী নূরুন্নবী চৌধুরী শাওন বিভিন্ন এলাকায় জনসভা, পথসভা,সমাবেশ, উঠান বৈঠক ও নির্বাচনী কমিটি গঠনসহ নির্বাচন প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছেন।
তবে লালমোহনে দীর্ঘদিন যাবৎ বিএনপির কোন কার্যালয়ের অস্তিত্ব নেই। মহাজোটের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন তাঁর অন্যতম প্রতিদন্ধি বিএনপির প্রার্থী মেজর (অবঃ) হাফিজ।
আওয়ামীলীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনের করা ব্যাপক উন্নয়ন মোকাবেলা করাই হলো বিএনপির প্রার্থীর বড় অন্তরায়।
আওয়ামীলীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন নির্বাচনী মাঠে সরব থাকলেও বিএনপির সম্ভাব্য ৫ প্রার্থী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ, আক্তারুজ্জামান টিটব, সাইদুল ইসলাম মিলন, এডভোকেট কামাল হোসেন ও গোলাম মোস্তফাকে নিয়ে নেতাকর্মীদের মধ্যে রয়েছে দ্বিধা।