• বুধবার ২২ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

  • || ১৩ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাজার মনিটরিংয়ে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘বঙ্গবন্ধু শান্তি পদক’ দেবে বাংলাদেশ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক রাইসি-আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন: ইরানি সংবাদমাধ্যম সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ

ভোলা-১ আসন:

দশমবারের মতো মনোনয়ন পেলেন তোফায়েল

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

ভোলা-১ আসনে দশমবারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

তার পক্ষে জেলা নির্বাচন কর্মকর্তার দফতর থেকে সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু।

ভোলা-১-সহ জেলার ৪টি আসনেই আওয়ামী লীগের নির্বাচনী তোড়জোড় শুরু হয়ে গেছে। তোফায়েল আহমেদ এবার নিয়ে ১০ বার নির্বাচনে প্রার্থী হচ্ছেন। এর মধ্যে ৭ বারই তিনি বিজয়ী হন।

বঙ্গবন্ধুর আদর্শে লালিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ  জানান, বঙ্গবন্ধু তাকে কনিষ্ঠ সদস্য হিসেবে মাত্র ২৬ বছর বয়সে ১৯৭০ সালে প্রথম মনোনয়ন দেন। ওই থেকেই বিজয়ের ধারা শুরু। এর পর প্রার্থী হন ১৯৭৩, ১৯৭৯, ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৪ সালে। এর মধ্যে ১৯৭০, ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে ভোলা-১ থেকে ও ১৯৮৬ সালে ভোলা-২ থেকে নির্বাচিত হন। ১৯৯১ ও ১৯৯৬ সালে ভোলা-২ আসন (দৌলতখান-বোরহানউদ্দিন) থেকেও নির্বাচিত হন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী তোফায়েল আহমেদ এবারও ভোলা-১ আসন থেকে নির্বাচন করার প্রস্তুতি নেন।

ইতিমধ্যে জেলা সদর উপজেলার ১৩ ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১৩টি ভোট কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটিতে সদস্য রয়েছেন ১৭ হাজার ২৬ জন। এক এক সদস্য ১০ জন ভোটারের কাছে প্রচারণা ও ভোট চাইবেন।

ফলে এমন সংগঠিত পরিবেশে তোফায়েল আহমেদের বিজয় এবারও নিশ্চিত বলে মনে করছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতারা। অপরদিকে ভোলার অপর ৩টি আসনে আবারও মনোনয়ন পেয়েছেন গত নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরাই। এরা হচ্ছেন ভোলা-২ আসনে বাণিজ্যন্ত্রী তোফায়েল আহমেদের ভাইয়ের ছেলে আলী আজম মুকুল। যিনি জনপ্রিয়তা প্রমাণে সফল হওয়ায় দ্বিতীয়বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন। একইভাবে তৃতীয়বারের মতো মনোনয়ন পেলেন ভোলা-৩ আসনে নুরুন্নবী চৌধুরী শাওন, ভোলা-৪ আসনে চতুর্থবারের মতো মনোনয়ন পেলেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।