• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘আমরা করোনা চাই না’, বলেই সিঙ্গাপুরের শিক্ষার্থীকে পিটুনি

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ মার্চ ২০২০  

সিঙ্গাপুরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় দেশটির এক শিক্ষার্থীকে লন্ডনে পিটিয়ে নাক ফাটিয়ে ফেলেছে কয়েক যুবক। লন্ডনের রাস্তায় চার পাঁচজনের একদল যুবক ওই শিক্ষার্থীর ওপর হামলা করে। এসময় তারা বলে, ‘আমরা আমাদের দেশে তোমাদের করোনা ভাইরাস চাই না।’

মঙ্গলবার (০৩ মার্চ) দ্য সানের খবরে বলা হয়েছে, নির্যাতিত যুবকের নাম জনাথন মক। তার বাবা ইংল্যান্ডের নাগরিক ও মা চীনের। তিনি অক্সফোর্ড স্ট্রিটে হাটছিলেন। এসময় তার ওপর অতর্কিত হামলা চালানো হয়।

খবরে বলা হয়েছে, অতর্কিত এ হামলার পর ২৩ বছরের যুবক জনাথনকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার ডান চোখে মারাত্মক যখম হয়। নাক ফেটে রক্ত বের হতে থাকে।

সামাজিকমাধ্যম ফেসবুকে জনাথন বলেন, হঠাৎ করেই আমার ওপর হামলা হয়। নাটকীয়ভাবে প্রথমে আমার মুখে ঘুষি মারা হয়। এতে আমি হতবাক হয়ে যাই। তারা পরে আমাকে মারতে থাকে। তখন কয়েকজন পথচারী তাদের আটকায়।

তিনি বলেন, আমাকে যারা মারছিল তার মধ্যে একজন বলতে থাকে, ‘আমাদের দেশে আমরা তোমার করোনা ভাইরাস চাই না।’ সে ওই কথা বলার সঙ্গে সঙ্গে আরেকজন আবার আমাকে মারতে থাকে। তখন আমার নাক ফেটে রক্ত বের হয়।

জনাথন বলেন, তারা আমার ওপর আক্রমণ করেছে আমার গায়ের রঙের কারণে। এটি জাতিগত আক্রমণ।


এ বিষয়ে স্থানীয় পুলিশের একজন মুখপাত্র দ্য সানকে বলেন, অক্সফোর্ড স্ট্রিটে যে ঘটনা ঘটেছে সেটি জাতিগত আক্রমণ। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। তবে ঘটনার তদন্ত চলছে।