• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
বাজার মনিটরিংয়ে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘বঙ্গবন্ধু শান্তি পদক’ দেবে বাংলাদেশ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক রাইসি-আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন: ইরানি সংবাদমাধ্যম সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ

শিক্ষা বিস্তারের ক্ষেত্রে উপমন্ত্রী জ্যাকব এর উন্নয়নমূলক দৃষ্টি

আলোকিত ভোলা

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০১৮  

শিক্ষা বিস্তারে সরকারের ব্যপক ভূমিকা রয়েছে। তার মধ্যে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চর শিক্ষা প্রতিষ্ঠানের বিনা বেতনে পড়ালেখার ব্যবস্থা। প্রতিষ্ঠানে একাডেমিক ভবন নির্মাণ। শিক্ষার মান উন্নয়নে শিক্ষকের প্রশিক্ষণের ব্যবস্থা করা। চরফ্যাশন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব একাডেমিক ভবন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গৃহায়ন ও গনফূর্ত মন্ত্রনালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারেফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন, উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি। 
উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেন, শিক্ষকরা সমাজের মুকুট। শিক্ষার্থীদের সঠিকভাবে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হলে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা পারে সমাজটাকে সুন্দর করে গড়ে তুলতে। একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে শিক্ষকদের সঠিক পাঠদানের উপর। উপজেলার অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স টেনিং কলেছের মাঠে শিক্ষকদের এক সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, দেশে গুণগত শিক্ষার জন্য চাই স্থিতিশীল পরিবেশ। আ’লীগের কারণে দেশে বর্তমানে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। আ.লীগ সরকার ক্ষমতায় আসার পর দেশের উন্নয়নের পাশাপাশি, চরফ্যাশন মনপুরার ৪টি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয় সরকারি করণ, ৯টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তি প্রায় ৩০টি প্রতিষ্ঠানের একাডেমিক ভবণের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। শিক্ষা প্রতেষ্ঠান, স্বাস্থ্য সহ আপামর জনগোষ্ঠীর ব্যাপক উন্নয়ন সংগঠিত হয়েছে।
 চরফ্যাশন এ রকম উন্নয়ন আর ইতোপূর্বে কখনও সংগঠিত হয়নি। ভোলা জেলা তথা বাংলাদেশের মধ্যে শিক্ষার দিকে চরফ্যাসন উপজেলা একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের দিকে তাকালে দেখা যায় শিক্ষা ক্ষেত্রে চরফ্যাশন কত এগিয়ে। শিক্ষকরায় পারে শিক্ষার এই ধারাবাহিকতা ধরে রাখতে। প্রধান অতিথি আরো বলেন, দেশের আর কোন উপজেলায় একসঙ্গে এতো শিক্ষা প্রতিষ্ঠানের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন কাজের উদ্বোধন করা হয়নি। আ.লীগ সরকার ১০ বছরে প্রত্যন্ত এলাকার যে উন্নয়ন করেছেন তা কল্পনাতীত।

কথায় আছে, শিক্ষিত মা এক সুরুভীত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল এই শ্লোগানে স্কুল শিক্ষার্থী মা অভিভাবকদেরকে নিয়ে ’’মা সমাবেশে” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার চরফ্যাশন উপজেলা উত্তর আসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে প্রায় ৩শতাধিক মহিলাগন অভিবাবক নিয়ে “মা সমাবেশে” অংশ নেয়। সরকারের শিক্ষাক্ষেত্রে ব্যপক উন্নয়নে ওই গ্রামের সকল অভিভাবকগন ঐক্যবদ্ধ ভাবে শিক্ষা বিস্তারে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার গণস্বাক্ষরতা অভিযাত্রা পিকেএসএফ এর সহযোগিতা বে-সরকারি সংস্থা পরিবার উন্নয়ন সংস্থা(এফডিএ) নামক এনজিও‘র আসলামপুর শাখার বাস্তাবায়নে এ মা সমাবেশের আয়োজন করা হয়। মা-দের উদ্দেশ্যে বক্তরা বলেন,আপনার মেয়েকে নিয়মিত স্কুল পাঠান ভবিষৎ প্রজম্ম ভাল হবে। এই জন্য শিক্ষাক্ষেত্রে মা’দের অগ্রহণী ভুমিকা রাখতে হবে। আমরা এই এলাকায় উন্নয়নের জন্য বৃদ্ধশ্রম করা পরিকল্পনা কাজ চলছে। প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে প্রাইভেট স্ক প্রতিষ্ঠা করে দুর্বল শিক্ষার্থীকে শিখাতে একজন শিক্ষীকা প্রদান করা হচ্ছে। ৬০উর্ধো বয়স্কদের নামের তালিকা করে বয়স্কাভাতা দেয়ার সিদ্ধান্ত গ্রহীত হচ্ছে। আশ্রয়হীনদেরকে আশ্রয়ের ব্যবস্থাসহ সবধরনের সুযোগ-সুবিধা দেয়া হবে। 
তাহলে প্রত্যাঞ্চলের শিক্ষার মান পরিবর্তন হবে। এছাড়াও উত্তর আসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যাপক শিক্ষার্থী থাকা সত্ত্বেও শিক্ষক সংকটের কথা উঠে আসে। প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, প্রত্যান্তঞ্চলের শিক্ষারমান উন্নয়নে আমরা ব্যাপক পরিশ্রম করতে হচ্ছে। আমার স্কুলে প্রায় ৬শ’ শিক্ষার্থীর জন্য মাত্র ৫জন শিক্ষক রয়েছে। তার মধ্যে একজন পিটিআই করতে চলে গেছেন। এতো শিক্ষার্থীকে সংকটময় শিক্ষক দিয়ে লেখাপড়া চালিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম, সাংবাদিক কামরুল সিকদার, সহকারি শিক্ষক আঃ মন্নান, মো.ইউসুফ কাজীসহ স্কুল ম্যানেজিং কমিটির সদস্যগন এ সময় উপস্থিত ছিলেন।  সন্তানদেরকে স্কুলে পাঠানোর পূর্বে অভিভাবকদের সচেতনা মূলক সভা সমাবেশ করারও উদাত্ত আহবান করা হয়। 
সরকারের শিক্ষাখাতে উন্নয়নের সাফল্য হিসাবে প্রাথমিক,মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ব্যপক উন্নয়ন হয়েছে। পাশা-পাশি প্রাথমিক পর্যায়ের ঝড়ে পড়া শিশুর সংখ্যা কমে গেছে। চরফ্যাশন উপজেলায় প্রায় ২১২ প্রতিষ্ঠানে ১২শিক্ষক-শিক্ষিকা রয়েছে। শিক্ষার মান উন্নয়নের তার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।