• শুক্রবার ১৭ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান যে পরিকল্পনা হউক, সেটা পরিবেশবান্ধব হতে হবে : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে উন্নয়নই আওয়ামী লীগের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী আইইবির ৬১তম কনভেনশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মাশরাফির সঙ্গে খেলতে মুখিয়ে আছেন আশরাফুল

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩ মার্চ ২০২০  

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এবারের মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলবেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলে ফিরতে এই ডিপিএলের পাফরম্যান্সটা বিবেচনা করা হয়। তবে সংক্ষিপ্ত এই ফরম্যাটে খেলে আশরাফুলের দলে ফেরাটা খুবই কঠিন। 

এবারে ডিপিএলে প্রথমবারের মতো আশরাফুল খেলবেন মাশরাফি বিন মর্তুজার দলে। ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান জানিয়েছেন, মাশরাফির সঙ্গে খেলতে তিনি মুখিয়ে আছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) মিরপুরে ডিপিএলের দল-বদলের প্রথম দিনে সাংবাদিকদের আশরাফুল এ কথা জানান।

ঘরোয়া ক্রিকেটে কখনও আশরাফুল ও মাশরাফি এক দলে খেলননি। মাশরফির সঙ্গে খেলতে বেশ আগ্রহ আশরাফুলের।

আশরাফুল বলেন, ‘প্রথমবার আমরা ঢাকা প্রিমিয়ার লিগে এক সঙ্গে খেলব। আমরা স্টার্ট করেছিলাম অনূর্ধ্ব-১৭ থেকে। ২০০০ সালে এশিয়া কাপ থেকে। তারপরে আমরা প্রতিপক্ষ হয়েই খেলেছি। এই প্রথমবার ঢাকা প্রিমিয়ার লিগে এক সঙ্গে খেলবো, ভালো লাগছে।’ 

তিনি আরও বলেন, ‘বিপিএল খেলেছিলাম দুই মৌসুম, দুই মৌসুমই চ্যাম্পিয়ন হয়েছিলাম। এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম কারণ ২০১৮ সালে আমার ব্যক্তিগত পারফরম্যান্স যেটা হয়েছিল, সেটা ঢাকা প্রিমিয়ার লিগের রেকর্ড ছিল। তার পেছনে মাশরাফির একটা বড় হাত আছে। আমার ফিটনেস লেভেলটা ভালো করার জন্য সে উপদেশ দিয়েছিল এবং স্কিলে সমস্যা ছিল না তার কাছে মনে হয়েছে। তো এক সঙ্গে খেলব অনেকদিন পর এটা ভালো লাগছে।’  

এবারের দল-বদলে ক্রিকেটাররা নিজেরে পছন্দ মতো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হচ্ছেন। এর ফলে অনেক ক্রিকেটারের দল পেতে সমস্যা হয়েছে বলে মনে করেন আশরাফুল।

তিনি বলেন, ‘এটা  (দল-বদল পদ্ধতি) তো সবাই খুব পছন্দ করে এভাবে। কিন্তু অন্যান্যবারের থেকে এবার কিন্তু অতটা আমার কাছে মনে হয় না যে ভালো হয়েছে। প্লেয়ার-ড্রাফট যেভাবে ছিল, ওপেন হওয়াতেও অনেক প্লেয়ারের কিন্তু টিম পেতে কষ্ট হয়েছে। তো আমি জানিনা, আসলে এটা কি কারণে... অন্যান্যবারের থেকে একটু কঠিনই হয়েছে ।’

এবারের ডিপিএলে প্রথমবারের মতো কোনো বিদেশি ক্রিকেটার খেলবে না। আশরাফুল মনে করেন, এটা এদেশের ক্রিকেটারদের জন্যই ভালো। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এ ব্যাপারে বলেন, ‘এটা আমি মনে করি যে, খুবই ভালো। কারণ আপনার এখন আমাদের ১২টা প্লেয়ার খেলতে পারত না যদি বিদেশি প্লেয়ার থাকতো। সেই জায়গায় ১২টা প্লেয়ার খেলতে পারছে। একদিক দিয়ে আমি মনে করি যে, ভালো বিদেশি না থাকায়,  ১২টা প্লেয়ারের সুযোগ হয়েছে।’