• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

রেলওয়েতে ভারতীয় চলমান প্রকল্পগুলোর খবর নিলো দূতাবাস

আলোকিত ভোলা

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

ভারতের অর্থায়নে চলমান প্রকল্পগুলো নিয়ে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রিভা গাঙ্গুলি। বুধবার (৩০ অক্টোবর) রেলভবনে মন্ত্রীর সঙ্গে এ বৈঠক করেন তিনি।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৩০ অক্টোবর) মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ভারতীয় অর্থায়নে বাংলাদেশে যেসব প্রকল্পের কাজ চলছে, সেগুলোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেন রিভা গাঙ্গুলি। এছাড়াও রেলপথমন্ত্রীর ভারত সফরের সময় যেসব বিষয়ে উভয় দেশের মধ্যে সমঝোতা হয়েছিল, সেসব বিষয়ে অগ্রগতি পর্যালোচনা করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যমুনা নদীর পশ্চিম পাড়ে ভারতের পক্ষ থেকে একটি আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল। এ বিষয়ে বৈঠকে বলা হয়, সিরাজগঞ্জ বাজারে একটি ছোট পরিসরে আইসিডি নির্মাণ করা হবে। আইসিডি নির্মাণের লক্ষ্যে সেখানে জায়গা পরিদর্শন করা হয়েছে এবং উভয় পক্ষের সম্মতিতে অবকাঠামো নির্মাণসহ বাকি কাজগুলো করা হবে।
ভারত থেকে ২০টি লোকোমোটিভ (ইঞ্জিন) সরবরাহের বিষয়ে বলা হয়েছে, কারিগরি দল পরিদর্শন করে শর্তগুলো ঠিক করে ইঞ্জিনগুলো দ্রুত নিয়ে আসার বিষয়ে উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে ভারতের পক্ষ থেকে রাজশাহী থেকে মালদহ হয়ে কলকাতা পর্যন্ত একটি আন্তঃদেশীয় নতুন ট্রেন চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। এ বিষয়ে উভয় পক্ষের আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বাংলাদেশ ও ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপ এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
এলওসি’র অর্থায়নে চলমান তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প খুলনা-মংলা রেলপথ নির্মাণ প্রকল্প, ঢাকা-টঙ্গী তৃতীয় চতুর্থ রেললাইন এবং টঙ্গী থেকে জয়দেবপুর পর্যন্ত দ্বিতীয় ডাবল লাইন নির্মাণ প্রকল্পের বিষয়ে এবং সৈয়দপুর ও পাহাড়তলী ওয়ার্কশপ আধুনিকায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তারা।
চলমান প্রকল্পগুলোতে ভারতীয় ঠিকাদার এবং কনসালটেন্সি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আনা অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আলাদা বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশের পক্ষ থেকে প্রকল্পগুলোতে কাজের গুণগত মান অক্ষুণ্ন রাখার বিষয়ে ভারতীয় হাইকমিশনারকে অনুরোধ জানানো হয়।
রেলপথমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠকের সময় মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামসুজ্জামানসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের রেলওয়ের উপদেষ্টা মিসেস অনিতা বারিকসহ তিনজন প্রতিনিধি বৈঠকে অংশ নিয়েছেন।