• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

উপহারের ‘বালা’ দেখিয়ে চা শ্রমিকদের আনন্দে ভাসালেন প্রধানমন্ত্রী

আলোকিত ভোলা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২  

ঘড়ির কাটায় বিকেল ৪টা। ভার্চ্যুয়ালি চা শ্রমিকদের সঙ্গে মতবিনিয় করবেন প্রধানমন্ত্রী। সেই অপেক্ষায় অধীর আগ্রহভরে পর্দায় চোখ হাজার হাজার চা শ্রমিকদের। নগরের লাক্কাতুড়া গফল ক্লাব মাঠে বাধা প্যান্ডেলের ওপরে সামিয়ানা মধ্যে তীল ধারণের ঠাঁই নেই। পর্দায় গণভবনের চিত্র। সবার নজর সেদিকে।
 
শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা বেজে ২০ মিনিট গণভবনে পর্দার সামনে মতবিনিময়ে উপস্থিত প্রধানমন্ত্রী। প্রারম্ভিক বক্তব্যে দু’হাত উঁচু করে তুলে ধরে দেখান হাতের বালা। যে বালা জোড়া সম্প্রতি উপহার হিসেবে দিয়েছিলেন চা শ্রমিকরা। উপহারের বালা দেখিয়ে চির দুঃখী মানুষগুলোকে আনন্দে ভাসিয়ে দেন প্রধানমন্ত্রী।
 
হাত উঁচিয়ে বালা জোড়া দেখিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমার চা শ্রমিকরা শ্রমে-ঘামে এক পয়সা, দুই পয়সা করে জমিয়ে এই বালা আমাকে উপহার দিয়েছেন, তাই এই বালা পরে আজকে মত বিনিময়ে এসেছি। এই উপহার আমার কাছে অমূল্য। বালাজোড়া পেয়ে আমি সম্মানিতবোধ করছি। তখন তুমুল করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উপস্থিত চা শ্রমিকরা।
 
দেশের প্রধানমন্ত্রী জাতির জনকের তনয়া শেখ হাসিনা মতবিনিময় করবেন। এ কারণে খুব সম্মানিতবোধ করছিলেন চা শ্রমিকরাও, এমনটি জানালেন, চা শ্রমিক নেতা রাজু গোয়ালা। আর চা শ্রমিকদের দেওয়া উপহারের বালা পরেই তিনি তাদের সঙ্গে মতবিনিময়ে বসেছিলেন।
 
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী মনোযোগ সহকারে চা শ্রমিকদের কথা শুনেন। তাদের ভূমি অধিকারসহ সব পূরণের প্রতিশ্রুতি দেন। এসময় শ্রমিকদের মুখে তাদের দুর্বিসহ জীবন-যাপনের কথা শুনে প্রধানমন্ত্রী অশ্রুসিক্ত হন।  
 
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জ পাত্রখোলা চা বাগানের শ্রমিকদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী। এ সময় তাকে স্বাগত জানান মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এরপর হবিগঞ্জ চন্ডিছড়া চা বাগান থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হন জেলা প্রশাসক ইশরাত জানান। এসময় শ্রমিকদের পক্ষে কথা বলেন চা শ্রমিক শিমু রানী রায়। এরপর সিলেট থেকে যুক্ত হন জেলা প্রশাসক মোহাম্মদ মজিবর রহমান। তিনি প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বলেন, চা শ্রমিকরা তাঁর সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে আছেন।
 
এছাড়া চট্টগ্রামের কর্ণফুলী চা বাগানের শ্রমিকরাও প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। সেখান থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে কথা বলেন বান্দরবনের জেলা প্রশাসক। এসময় প্রধানমন্ত্রী চা শ্রমিক ও তাদের সন্তানদের নাচের তালে নৃত্য দেখে মুগ্ধতা প্রকাশ করেন।
 
মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটসহ সারাদেশের চা শ্রমিকরা টানা ১৯ দিন আন্দোলন করেছিলেন। তাদের সেই আন্দোলন যখন আরও বেশি বেগবান হচ্ছিল, দেশে-বিদেশে তাদের পক্ষে জনমত গড়ে উঠছিল, ঠিক তখনই হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
একপর্যায়ে তিনি চা বাগান মালিকের সঙ্গে বৈঠক করে ৫০ টাকা মজুরি বৃদ্ধির ঘোষণা দেন। অবশ্য এর আগে বিভিন্ন মহল থেকে চা শ্রমিকদের কখনো ২০ টাকা, ২৫ টাকা মজুরি বৃদ্ধির ঘোষণা দিয়ে চা শ্রমিকদের আন্দোলন বন্ধের আহ্বান জানান। কিন্তু চা শ্রমিক ও তাদের প্রতিনিধি নেতৃবৃন্দ বারবার জানিয়ে দিচ্ছিলেন তারা স্বয়ং প্রধানমন্ত্রীর মুখ থেকে সরাসরি ঘোষণা শুনতে চান। প্রধানমন্ত্রী যে কোনো মাধ্যমে ঘোষণা দিলে চা শ্রমিকরা তার সিদ্ধান্ত মেনে নিয়ে কাজে ফেরার ঘোষণা দিয়ে যাচ্ছিলেন।
 
তাদের এমন চাওয়ার প্রতি সম্মান জানিয়ে প্রধানমন্ত্রী বাগান মালিকদের সঙ্গে বৈঠক করে গত ২৮ আগস্ট ৫০ টাকা মজুরি বৃদ্ধির ঘোষণা দিলে শ্রমিকরা তা মেনে নিয়ে কাজে যোগ দেন। তখন শ্রমিকদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে কিছু উপহার পাঠানো হয়েছিল। সেই উপহারের মধ্যে একজোড়া বালাও ছিল। সেই বালা পরে প্রধানমন্ত্রী আজ (৩ সেপ্টেম্বর) বিকেলে তাদের সঙ্গে মতবিনিময়ে বসেন।