• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

বাবাকে মারধরের মামলায় ছেলের ১০ বছর কারাদণ্ড

আলোকিত ভোলা

প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৪  

চট্টগ্রামে বাবাকে মারধরের মামলায় জিকু চৌধুরী (৩৮) নামের এক যুবককে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১ জানুয়ারি) চট্টগ্রাম চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত জিকু চৌধুরী নগরীর দক্ষিণ কাট্টলী এলাকার ডা.মুকুল শীলের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি জিকু চৌধুরীকে ৩৮৬ ধারায় ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস এবং ৩২৫ ধারায় একই ভাবে ৫ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আদালত।

রায়ের আদেশে আদালত উভয় ধারার দণ্ড একত্রে চলবে উল্লেখ করেছে। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন আদালত।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নগরীর পাহাড়তলী থানাধীন ছদু চৌধুরী রোডের উপশম ফার্মেসিতে ডা. মুকুল শীলকে গালিগালাজ করে মেরে ফেলার হুমকি দেন তার ছেলে জিকু চৌধুরী। এতে বাধা দিলে কাঠ দিয়ে এলোপাতাড়ি মারধর করে মুকুল শীলের বাম হাতে গুরুতর জখম করেন জিকু। এরপর মুকুল শীল চিকিৎসাধীন থাকা অবস্থায় ফার্মেসির তালা ভেঙে নগদ ১ লাখ ২০ হাজার টাকা নিয়ে যান আসামি। পরবর্তী সময়ে ভয়ভীতি দেখিয়ে বাবার কাছ থেকে ২০ লাখ টাকার চেক নিয়ে ব্যাংক থেকে টাকা তুলে নেন।

এ ঘটনায় মুকুল শীল বাদী হয়ে পাহাড়তলী থানায় মামলা করেন। মামলায় ২০২১ সালের ৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০২৩ সালের ২৩ মে আদালত অভিযোগ গঠন করে। বিচার চলাকালে ৬ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার রায় ঘোষণা করেন।