• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

আজ কম্বাইন্ড পাওয়ার প্লান্টের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আলোকিত ভোলা

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০১৯  

 

ভোলার শাহবাজপুর গ্যাস ভিত্তিক ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগেই । আজ (৬ ফেব্রুয়ারী) বুধবার আনুষ্ঠানিক ভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট এর উদ্বোধন  করবেন। ইতিমধ্যে এই প্লান্ট থেকে জাতীয় গ্রিডে ওভারহেড ট্রান্সমিশন লাইনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সকাল দশাটায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  প্রধান অতিথি  হিসাবে গনভবন  থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্বোধন করবেন। একই সাথে এক  সাথে তিনি আরো ৫টি পাওয়ার প্লান্ট চাদঁপুর ২০০ মে:ও:বিদ্যুৎ কেন্দ্র,আশুগঞ্জ ১৫০মে:ও:বিদ্যুৎকেন্দ্র,রুপসা,খুলনা ১০৫ মে:ও:বিদ্যুৎ কেন্দ্র,জুলদা,চট্রগ্রাম ১০০ মে:ও:বিদ্যুৎ কেন্দ্র (৩য় ইউনিট) ও সাবমেরিন ক্যাবলের মাধ্যমে সন্দ¦ীপ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ এর উদ্বোধন করা হবে।
জানা গেছে, ২০১৩ সালের মে মাসে সরকার ভোলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের কাছে কুতুবা ইউনিয়নে ৪০ একর জমির ওপর ইসলামি উন্নয়ন ব্যাংকের এক হাজার কোটি টাকা ও সরকারের নিজস্ব তহবিল থেকে এক হাজার ২০০ কোটি টাকা নিয়ে মোট দুই হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে গ্যাস ভিত্তিক ভোলা ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট নির্মাণের উদ্যোগ নেয়।
 প্লান্ট নির্মাণের ঠিকাদার নিযুক্ত করা হয় চীনের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান চায়না চেংদা ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে। নির্ধারিত সময়ের আগেই  ২০১৫ সালে ঠিকাদারি প্রতিষ্ঠান পাওয়ার প্লান্ট নির্মাণের কাজ শেষ করেছে।
এ ছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নিয়ন্ত্রণাধীন পাওয়ার গ্রিড কোম্পানি এ প্লান্ট থেকে বরিশালের গড়িয়ারপাড়স্থ গ্রিড সাব স্টেশন পর্যন্ত ৬৫কি. মি. ওভারহেড ট্রান্সমিশন লাইন ও নির্মাণ শেষ করা হয়। 
ভোলা জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক জানায়, ২০১৬ সালে সেপ্টেম্বর মাস থেকে পরীক্ষামূলকভাবে পাওয়ার প্লান্টের বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ইতিমধ্যে  ২১০ থেকে ২১৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। ভোলার ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে উৎপাদিত বাকি অংশ জাতীয় গ্রীডে দেয়া হচ্ছে।  
পাওয়ার প্লান্টের মধ্যে রয়েছে তিনটি ইউনিটের সমন্বয়ে ২২৫ মেগাওয়াট জেনারেটর, প্রশাসনিক ভবন, রেস্ট হাউজ, অফিসার ডরমেটরি, স্টাফ ডরমেটরি, মসজিদ, ওয়ার্কশপ ও ২৩০ কেভি সাব স্টেশন।
ভোলার বিশিষ্ট শিল্প উদ্যোক্ততা মইনুল হোসেন বিপ্লব জানান, গ্যাস নির্ভর ভোলা ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন এর মধ্যে দিয়ে  দক্ষিণাঞ্চলের মানুষ বিদ্যুৎতের এর সুবিধা পাবে। এর পাশাপাশি এই বিদ্যুৎকেন্দ্রকে ঘিরে এখানে অনেক শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করেছে। তখন এই অঞ্চলের বেকারত্ব দূর হবে। ভোলা হবে সম্ভাবনাময় শিল্পজোন।