• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে ছেলেরা কেন কিশোর গ্যাংয়ে জড়াচ্ছে কারণ খুঁজে বের করার নির্দেশ প্রযুক্তিজ্ঞান সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর এসএসসির ফল প্রকাশ, পাসের হার যত ছাত্রীদের চেয়ে ছাত্ররা পিছিয়ে, কারণ খুঁজতে বললেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে এসএসসির ফল হস্তান্তর জলাধার ঠিক রেখে স্থাপনা নির্মাণে প্রকৌশলীদের আহ্বান প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান

শেষ রাতের মারে ‘ওস্তাদ’ বায়ার্নের রোমাঞ্চকর জয়

আলোকিত ভোলা

প্রকাশিত: ৭ মার্চ ২০২১  

কথায় বলে, ‘ওস্তাদের মার শেষ রাতে’- এই কথাটিই যেন নতুন করে প্রমাণ দিল জার্মান চ্যাম্পিয়ন ক্লাব বায়ার্ন মিউনিখ। নিজেদের ঘরের মাঠে চির প্রতিদ্বন্দ্বী বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়লেও, ম্যাচ শেষ হওয়ার তিন মিনিটের মধ্যে দুই গোল করে ফলাফল রেখেছে পক্ষে।

বুন্দেসলিগার ম্যাচে বায়ার্নের মাঠে খেলতে গিয়ে মাত্র দশ মিনিটের মধ্যেই জোড়া গোল করে ফেলেছিল বরুশিয়া। তবে প্রথমার্ধেই সমতা ফেরায় বায়ার্ন। আর ম্যাচের একদম শেষভাগে গিয়ে তারা আরও দুই গোল করে ম্যাচ জিতেছে ৪-২ গোলের ব্যবধানে।

রোমাঞ্চকর এই ম্যাচে বরুশিয়ার হয়ে জোড়া গোল করেছেন বর্তমান সময়ের অন্যতম সেরা তরুণ ফুটবলার আর্লিং হালান্ড। বায়ার্নের পক্ষে হ্যাটট্রিক করেছেন সময়ের অন্যতম সেরা ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি। অন্য গোলটি এসেছে লিওন গোরেৎজকার মাধ্যমে।

ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটে প্রথম গোলটি করেন হালান্ড। ডি-বক্সের বাইরে থেকে নেয়া শটে দলকে এগিয়ে নেন এ ২০ বছর বয়সী নরওয়েজিয়ান। নবম মিনিটে আবারও সুযোগ পেয়ে কাছ থেকে ফাঁকা জালে বল পাঠান তিনি।

দশ মিনিট হওয়ার আগেই দুই গোলে পিছিয়ে যায় বায়ার্ন। বুন্দেসলিগায় বায়ার্নের ইতিহাসে মাত্র দ্বিতীয় ঘটনা এটি। এর আগে ১৯৭৭ সালের লিগে ডুইসবার্গের বিপক্ষে দশ মিনিটের মধ্যেই দুই গোলে পিছিয়ে পড়েছিল তারা। সেদিন ম্যাচটি শেষ হয় ২-২ গোলে।

তবে শনিবার রাতে ড্র’ও পায়নি বরুশিয়া। ম্যাচের ২৬ মিনিটের সময় ব্যবধান কমান লেওয়ানডস্কি। পরে বিরতির ঠিক আগ দিয়ে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান এ পোলিশ ফরোয়ার্ড। ডি-বক্সের মধ্যে কিংসলে কোম্যান ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

দ্বিতীয়ার্ধে ফিরে লিড নেয়ার গোলটি করতে পারছিল না বায়ার্ন। ম্যাচের যখন প্রায় শেষদিকে তখনই যেন ওস্তাদের ন্যায় জ্বলে ওঠে তারা। প্রথমে ৮৮ মিনিটের সময় গোল করে দলকে এগিয়ে দেন গোরেৎজকা। আর ৯০ মিনিটের সময় নিজের হ্যাটট্রিক ও দলের হালি পূরণ করেন লেওয়ানডস্কি।

বুন্দেসলিগায় লেওয়ানডস্কির এটি ১২তম হ্যাটট্রিক। এই টুর্নামেন্টের ইতিহাসে তার চেয়ে বেশি হ্যাটট্রিক রয়েছে শুধুমাত্র কিংবদন্তি জার্ড মুলারের। এছাড়া চলতি লিগে লেওয়ানডস্কির গোলসংখ্যা বেড়ে হয়েছে ৩১।

বরুশিয়াকে হারানোর পর এখন ২৪ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বায়ার্ন মিউনিখ। সমান ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আরবি লাইপজিগ। অন্যদিকে বরুশিয়ার অবস্থান তথৈবচ। তারা ২৪ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রয়েছে ছয় নম্বরে।