• শনিবার ২৫ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ১১ ১৪৩১

  • || ১৬ জ্বিলকদ ১৪৪৫

আলোকিত ভোলা
ব্রেকিং:
ঢাকায় কোনো বস্তি থাকবে না, দিনমজুররাও ফ্ল্যাটে থাকবে অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি বঙ্গবাজারে বিপণী বিতানসহ চারটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন নজরুলের বলিষ্ঠ লেখনী মানুষকে মুক্তি সংগ্রামে উদ্দীপ্ত করেছে জোটের শরিক দলগুলোকে সংগঠিত ও জনপ্রিয় করতে নির্দেশ সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে রেমাল বঙ্গবাজার বিপনী বিতানসহ ৪ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী কৃষিতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী বাজার মনিটরিংয়ে জোর দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘বঙ্গবন্ধু শান্তি পদক’ দেবে বাংলাদেশ ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক রাইসি-আমির আব্দুল্লাহিয়ান মারা গেছেন: ইরানি সংবাদমাধ্যম সকল ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার আহ্বান রাষ্ট্রপতির ওজন ও পরিমাপ নিশ্চিতে কাজ করছে বিএসটিআই: প্রধানমন্ত্রী চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ ষড়যন্ত্র মোকাবেলা করে আওয়ামী লীগ দেশকে এগিয়ে নিয়ে যাবে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

বাংলাদেশের সঙ্গে কারেন্সি সোয়াপ বাণিজ্য চায় ইরান

আলোকিত ভোলা

প্রকাশিত: ৭ মার্চ ২০২৪  

বাংলাদেশের সঙ্গে ডলারের বিকল্প মুদ্রায় কারেন্সি সোয়াপ প্রক্রিয়ায় বাণিজ্য করতে চায় ইরান। এ জন্য দেশটি তার কেন্দ্রীয় ব্যাংকের নিজস্ব লেনদেন প্রক্রিয়ায় বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে। এই লেনদেন প্রক্রিয়া নিয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তির বিষয়ে আলোচনা চলছে।

সংশ্লিষ্টরা জানান, সুইফট সিস্টেমের বাইরে ডলারের বিকল্প মুদ্রায় লেনদেন করতে ১৩টা দেশের সঙ্গে চুক্তি রয়েছে ইরানের। দেশটি চাইছে বাংলাদেশকেও সেই লেনদেন প্রক্রিয়ায় যুক্ত করতে। দুই দেশের মধ্যে এ নিয়ে একটি চুক্তির সম্ভাবনা রয়েছে।

সূত্র জানায়, আগামী মাসের শেষের দিকে ইরান এক্সপো অনুষ্ঠিত হবে। ওই এক্সপোতেও অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে ইরান। দেশটি বলেছে, এতে বাংলাদেশ সরকারের কোনো ব্যয় হবে না। সম্পূর্ণ খরচ বহন করবে ইরান সরকার। বাংলাদেশ থেকে একটি বাণিজ্য প্রতিনিধি দলকেও ওই এক্সপোতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। ওই সময় এই কারেন্সি সোয়াপ প্রক্রিয়া নিয়ে দুই দেশের চুক্তি হতে পারে। জানা গেছে, গত ৪ ও ৫ মার্চ ঢাকায় অনুষ্ঠিত ডি-এইট সম্মেলনের মাঝে ইরানের সঙ্গে সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে ওই সাইডলাইন বৈঠকে ইরানের সরকারি প্রতিনিধি দল এসব প্রস্তাব উপস্থাপন করে।

এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটো বলেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের স্যাংশন আছে। স্যাংশনের বাইরে থাকা পণ্যের বাণিজ্যে আমাদের আপত্তি নেই। দেশটি বাংলাদেশে, তরল জ্বালানি, পেট্রোলিয়াম পদার্থ, মিনারেল, বাদাম, আখরোটসহ বিভিন্ন পণ্য রপ্তানি করতে চায়। আমরাও বাংলাদেশ থেকে তৈরি পোশাক, কাঁচা পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, চা, ওষুধ ও সিরামিকসহ অন্যান্য পণ্য আরও বেশি হারে আমদানি করতে ইরানকে প্রস্তাব দিয়েছি।

কারেন্সি সোয়াপ সম্পর্কে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ডলারের বিকল্প মুদ্রায় লেনদেনের জন্য ইরানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ১৩টি দেশ যুক্ত আছে। এখন বাংলাদেশকেও তারা এই প্রক্রিয়ায় যুক্ত করতে চাইছে। এক্ষেত্রে এলসির বাইরে কারেন্সি সোয়াপ প্রক্রিয়ায় লেনদেন হতে পারে।

তিনি বলেন, আগে ইরানের কার্পেট তৈরি করতে বাংলাদেশ থেকে প্রচুর পাট আমদানি করত তারা। আমরা এসব পণ্য রপ্তানি বাড়াতে চাই। আমরা পাট, চা ইত্যাদি পণ্য রপ্তানি করে দেশটি থেকে যে রিয়াল আয় করব, সেই রিয়াল দিয়েই বাংলাদেশের প্রয়োজনীয় পণ্য আমদানি করা যেতে পারে। এক্ষেত্রে আমদানি ব্যয় বেশি হলে, ডলারের বাইরে অন্য যে মুদ্রা আমাদের রিজার্ভে বেশি থাকবে-তা দিয়ে পরিশোধের উদ্যোগ নেয়া যেতে পারে।

বাংলাদেশ ও ইরান ওআইসির সদস্য। আবার উভয় দেশেই ডি-৮-এর অন্যতম সদস্য রাষ্ট্র। বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর লক্ষ্যে ২০০৬ সালে উভয় দেশের মধ্যে দ্বিপক্ষীয় অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পাশাপাশি ২০২২ সালে দুই দেশ দ্বৈত শুল্ক পরিহারেও চুক্তি সই করে। তবে সেই শুল্ক পরিহার চুক্তিটি এখনো অনুসমর্থন করেনি ইরান। দ্বিপক্ষীয় বাণিজ্য বাংলাদেশের অনকূলে। ২০২০-২১ অর্থবছরে ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ১৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার। ওই বছর বাংলাদেশ দেশটিতে ১৮ দশমিক ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল। দেশটি থেকে আমদানির পরিমাণ ছিল শূন্য দশমিক ৩০ মিলিয়ন মার্কিন ডলার।